কিংবদন্তি বোলার জেমস অ্যান্ডারসনকে (James Anderson) বিদায় জানিয়েছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড দল। কেরিয়ারের ১৮৮তম ম্যাচ খেলেন অ্যান্ডারসন। তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। বিদায়ী টেস্ট ম্যাচে মোট চার উইকেট নেন অ্যান্ডারসন। প্রথম ইনিংসে একটি ও দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন।
দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ৭৯ রান তুললেও ইংল্যান্ডের চেয়ে ১৭১ রানে পিছিয়ে ছিল। আট রান করে ক্রিজে ছিলেন জশুয়া দা সিলভা। তৃতীয় দিন তিনি মাত্র এক রান করতে পেরেছিলেন। এরপর শামার জোসেফ ৩টি, জেইডেন সিলেস ৮টি ও মোত্তি অপরাজিত ৩১ রান করেন। ১৩৬ রানে অলআউট হয়ে যায় পুরো দল।
IND vs ZIM: বদলে যেতে পারে ভারতের প্রথম একাদশ!
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৩৭ রানের মধ্যেই চার উইকেট। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ৬ উইকেট হারায় দল। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন অ্যান্ডারসন, গাস অ্যাটকিনসন ও বেন স্টোকস। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৭১ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
A fitting end to an extraordinary career 🌟
James Anderson ends up with a career haul of 704 wickets as England take a 1-0 lead in the two-match Test series.#WTC25 | #ENGvWI 📝: https://t.co/WxFa3tTYfo pic.twitter.com/jz68gKYcPU
— ICC (@ICC) July 12, 2024
তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫০ রানের লিড নিতে সক্ষম হয় আয়োজকরা। প্রথম ইনিংসে তিন উইকেটে ১৮৯ রানে এগিয়ে থাকা ইংল্যান্ড এবং চতুর্থ উইকেটে জো রুট ও হ্যারি ব্রুক ৯১ রানের জুটি গড়েন। রুট ৬৮ রান করলেও ব্রুক ৫০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ দিকে ক্রিস ওকস ৭০ করেন রান।
Ben Stokes: বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্টোকস
টেস্ট ক্রিকেটে ৭০০-র বেশি উইকেট নেওয়া জেমস অ্যান্ডারসন এই ফরম্যাটে যোগ করেছেন আরও একটি বিশেষ রেকর্ড। বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টেস্ট ফরম্যাটে ৪০ হাজার বল করার রেকর্ড গড়েছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল বোলিংয়ের রেকর্ড শ্রীলঙ্কার কিংবদন্তি মোথাইয়া মুরলিধরন ৪৪০৩৯ বল করেছিলেন। এরপর রয়েছেন ভারতের অনিল কুম্বলে (৪০৮৫০ বল), শেন ওয়ার্ন (৪০৭০৫ বল)।