জিম্বাবোয়ের (IND vs ZIM) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল যদি পরের ম্যাচ জিততে পারে, তাহলে সিরিজও জিতে যাবে। এদিকে শুভমান গিল তাঁর প্লেয়িং ইলেভেনে কোনও পরিবর্তন আনবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে।
Ben Stokes: বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্টোকস
জিম্বাবোয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। টিম ইন্ডিয়া হয়তো দু’টো ম্যাচ জিতেছে। প্রতিবারই প্লেয়িং ইলেভেনে পরিবর্তন এনেছে দল। অর্থাৎ তিন ম্যাচের কোনোটিতেই খেলানো হয়নি একই একাদশের। এবার চতুর্থ ম্যাচে সেই সম্ভাবনা প্রবল। এখনও পর্যন্ত যে তথ্য সামনে আসছে, তাতে চতুর্থ ম্যাচেও দু-একটি পরিবর্তন হতে পারে।
রিয়ান পরাগ খুব বেশি সুযোগ পাননি, তাই তাঁকে দলে সুযোগ হতে পারে। এমনটা হলে শিবম দুবেকে ড্রপ করা হতে পারে। রিয়ান পরাগও বল হাতে কিছু করে দেখাতে পারেন। এমনও হতে পারে, আবেশ খান ও খলিল আহমেদের মধ্যে একজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁদের জায়গায় মুকেশ কুমারকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে। এদিকে তুষার দেশপান্ডে এমন একজন খেলোয়াড় যিনি সিরিজের শুরু থেকেই দলের সঙ্গে আছেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি অভিষেকের পাননি।
𝗪𝗵𝗮𝘁 𝗱𝗶𝗱 𝘁𝗵𝗲𝘆 𝗺𝗮𝗸𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗮𝘁 𝗥𝗮𝘃𝗶 𝗕𝗶𝘀𝗵𝗻𝗼𝗶 𝗰𝗮𝘁𝗰𝗵❓🤔
Watch as banter, appreciation, fun & more unfold in this post-match chat! 😎 😎 – By @ameyatilak #TeamIndia | #ZIMvIND | @Avesh_6 | @ShubmanGill | @Sundarwashi5 | @rinkusingh235 pic.twitter.com/fd7QGeFsgy
— BCCI (@BCCI) July 11, 2024
Anwar Ali: বির্তকের মধ্যেই এবার মোহনবাগানের নির্দেশ আনোয়ারকে
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সম্ভাবনা একাদশ: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, তুষার দেশপাণ্ডে, খলিল আহমেদ।