মাঠে নেমেই গোল করলেন ISL-এর নতুন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

বেশিরভাগ দলের কাছে Durand Cup এখন অতীত। ফোকাসে তাই ইন্ডিয়ান সুপার লীগের (ISL) নতুন মরসুম। তার আগে জোর কদমে চলছে প্রাক মরসুম প্রস্তুতি, খেলা হচ্ছে প্রস্তুতি ম্যাচ।

Felipe Amorim football

বেশিরভাগ দলের কাছে Durand Cup এখন অতীত। ফোকাসে তাই ইন্ডিয়ান সুপার লীগের (ISL) নতুন মরসুম। তার আগে জোর কদমে চলছে প্রাক মরসুম প্রস্তুতি, খেলা হচ্ছে প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন নবাগত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিছু দিন আগেই তাকে দলে নেওয়ায় খবর নিশ্চিত করেছিল হায়দরাবাদ এফসি।

প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব হায়দরাবাদ এফসি এবং আই লীগের ক্লাব শ্রীনিডি ডেকান। এমনিতে আই লীগের এই দলটির তুলনায় হায়দরাবাদ এফসি খাতায় কলমে অনেকটা এগিয়ে। তবে প্রস্তুতি ম্যাচে দুই দলের পক্ষ থেকে দেখা গিয়েছে উল্লেখযোগ্য কিছু মুভমেন্ট। শেষ পর্যন্ত জিতেছে হায়দরাবাদ। এইচএফসি ট্রেনিং কমপ্লেক্সে ২-০ গোলে জিতেছে হায়দরাবাদ। গোল করেছেন ব্রাজিলের ফিলিপে এবং ভারতের উদীয়মান ফুটবলার মাকান ছোটে। অ্যাসিস্ট করে নজর কেড়েছেন নিখিল পুজারি।

   

Felipe Amorim

আরও পড়ুন: Mohun Bagan: দল বদলের বাজারে চর্চায় বাগান অধিনায়কের নাম

সোমবার Felipe Amorim -কে দলে নেওয়ার কথা জানিয়েছিল হায়দরাবাদ এফসি। ৩ ২ বছর বয়সী ফিলিপে অতীতে যুক্ত ছিলেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লুমিনেসেতে। এই ক্লাবেই কেরিয়ারের শেষভাগে খেলেছিলেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। হায়দরাবাদ এফসির নবাগত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এই ক্লাবে সঙ্গে যুক্ত ছিলেন ২০১৬-১৯ পর্যন্ত। রোনালদিনহো ছিলেন ২০১৫ সালে।

আরও পড়ুন: Israel-Libya: ইসরায়েল-লিবিয়ার গোপন বৈঠক ফাঁস হতেই দেশ ছেড়ে পালাল বিদেশমন্ত্রী!

ফ্লুমিনেসে থাকলেও এই ক্লাবের হয়ে অবদান রাখার খুব বেশি সুযোগ পাননি Felipe Amorim। বেশিরভাগ সময় লোনে কাটিয়েছেন অন্যান্য ক্লাবে। বিভিন্ন ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে ফরোয়ার্ড হিসেবে গোল করার রেকর্ড দারুণ কিছু নয়। বরং বয়স যখন তিরিশের কোঠায়, তখন কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন তিনি। এশিয়ান ফুটবলে পেয়েছেন সাফল্য। ২০২০-২১ মরসুমে জিতেছেন থাই FA Cup। থাইল্যান্ডের ক্লাব Chiangrai United এর হয়ে টানা দুই মরসুম যুক্ত ছিলেন ষাটটির বেশি ম্যাচ খেলেছেন এই ক্লাবের হয়ে। করেছেন প্রায় পনেরোটি গোল।