Hyderabad FC: চেন্নাইয়িন এফসিকে হারিয়ে মরশুমের প্রথম জয় পেল হায়দরাবাদ

এবার আসল বহু কাঙ্খিত জয়। চলতি আইএসএল মরশুমের প্রথম লেগ থেকে শুরু করে দ্বিতীয় লেগের পাঞ্জাব ম্যাচ পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি সিংতোর হায়দরাবাদ এফসি…

hyderabad fc

এবার আসল বহু কাঙ্খিত জয়। চলতি আইএসএল মরশুমের প্রথম লেগ থেকে শুরু করে দ্বিতীয় লেগের পাঞ্জাব ম্যাচ পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি সিংতোর হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। যা নিয়ে প্রচন্ড হতাশা ছিল সমর্থকদের মধ্যে। অবশেষে জয়ের সরনীতে ফিরল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।

আজ সন্ধ্যায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির বিপক্ষে খেলতে নেমেছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। শুরু থেকেই এই ম্যাচে চেন্নাইয়িন এফসির দাপট থাকলেও শেষ হাসি হাসল হায়দরাবাদ এফসি। যারফলে, এবারের এই সিজনে নিজেদের প্রথম জয় আসলো এই ফুটবল ক্লাবের।

শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জিতল সিংতোর দল। একটি মাত্র গোল করেন সাজাদ হোসেন প্যারে। তবে এই ম্যাচেই লাল কার্ড দেখতে হয় মহম্মদ রফিকে। যার দরুণ আগামী মুম্বাই সিটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ছয়ে থাকার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেলেও রাফায়েল ক্লিভেলারোর চেন্নাইয়িন দলকে আটকে দিল হায়দরাবাদ।

যার দরুণ বাড়তি অ্যাডভান্টেজ পেল পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বেশকিছু ফুটবল ক্লাব। দক্ষিণের এই শক্তিশালী প্রতিপক্ষের পরাজয় অনেকটাই সুবিধা করে দিতে পারে কলকাতা ময়দানের প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে। যদিও এক্ষেত্রে ডার্বি ম্যাচ জিততে হবে তাদের।‌

অন্যদিকে, আজকের এই ম্যাচে পরাজিত হওয়ার দরুণ প্লে অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে কিছুটা হলেও নজর রাখতে হবে টুর্নামেন্টের অন্যান্য দল গুলির দিকে। তা সম্ভব হলে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসতে পারবে জর্ডন মারিরা।