HomeSports NewsISL : ইস্টবেঙ্গল ছেড়ে দল বদল করতে পারেন অরিন্দম

ISL : ইস্টবেঙ্গল ছেড়ে দল বদল করতে পারেন অরিন্দম

- Advertisement -

দল (ISL) বদল করতে পারেন অরিন্দম ভট্টাচার্য। আগামী মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে তিনি না-ও খেলতে পারেন, এমন জল্পনা শুরু হয়েছে সম্প্রতি।

এবারের ইন্ডিয়ান সুপার লিগ মরশুম একেবারেই ভালো যায়নি অরিন্দমের। দল প্রত্যাশার ধারেকাছে পারফর্ম করতে পারেনি। নিজেও কয়েকটি ম্যাচে অফ ফর্মে ছিলেন। বাদ পড়তে হয়েছিল প্রথম একাদশ থেকে। তবুও তাঁর ফুটবল দক্ষতার ওপর এখনও আস্থা রাখছেন ফুটবল প্রেমী মানুষ এবং বোদ্ধাদের একাংশ।

   

সূত্রের খবর, কেরল ব্লাস্টার্স অরিন্দম ভট্টাচার্যকে দলে নিতে আগ্রহী। ইতিমধ্যে দক্ষিণ ভারতীয় এই দলের পক্ষ থেকে খোঁজ-খবর নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক চললে অরিন্দমকে আগামী মরশুমে অন্য ক্লাবে খেলতে দেখা যেতে পারে।

এটিকে এবং এটিকে মোহন বাগানে খেলে যোগ দিয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলে। এটিকেতে খেলেছিলেন ২০১৮-২০ মরশুমে। ৩৮ টি ম্যাচে দূর্গ রক্ষার দায়িত্বে ছিলেন তিনি। এটিকে মোহন বাগানের হয়ে ২৩ টি ম্যাচে অংশ নিয়েছিলেন। ক্লাব কেরিয়ারে সবথেকে বেশি ম্যাচ খেলার অভজ্ঞতা রয়েছে চার্চিল ব্রাদার্সের হয়ে। ২০০৭-১২ মরশুমে ২৪০ টি ম্যাচ খেলেছিলেন চার্চিলের হয়ে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular