ISL Semifinal: ফাঁকা গোলেও বল রাখতে পারলেন না কিয়ান, বাগানে শুধুই হতাশা

ব্যবধান (ISL Semifinal) হয়তো কমানো যেত যদি গোল করতে পারত এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ফাঁকা গোল সামনে পেয়েও বল ঠেলতে ব্যর্থ সবুজ মেরুন…

ব্যবধান (ISL Semifinal) হয়তো কমানো যেত যদি গোল করতে পারত এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ফাঁকা গোল সামনে পেয়েও বল ঠেলতে ব্যর্থ সবুজ মেরুন ফরোয়ার্ড। অতএব ৩-১ গোলেই হারতে হয়েছে দলকে। 

ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্যায়ের সেমিফাইনাল পর্যুদস্ত হয়েছে এটিকে মোহন বাগান। গ্রুপ পর্যায়ে যে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দল অপরাজিত ছিল, তাদের কাছেই মাটি ধরল বাগানের ফুটবলাররা। আক্রমণভাগে লোক বাড়িয়েও কাঙ্ক্ষিত ফল পাননি কোচ হুয়ান ফেরান্দো। 

   

ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল টুইটার আইডি থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ম্যাচের একটি দৃশ্য। ভিডিও পোস্টটির ক্যাপশনে লেখা, “How did that not go in? @Kiyannassiri’s nearly reduced the deficit for @atkmohunbaganfc but his brilliant attempt hit the woodwork!”

অর্থাৎ গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন কিয়ান নাসিরি। লেফট উইং দিয়ে বল চলে এসেছিল কিয়ানের কাছে। তরুণ স্ট্রাইকারের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছিল হায়দরাবাদ এফসির ডিফেন্ডার। বল তেকাঠিতে রাখার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সফল হননি। পোস্টে লেগে বল চলে যায় অন্যদিকে। ডার্বি ম্যাচের নায়ক কিয়ান নাসিরি এই ম্যাচেও ড্রেসিং রুমে ফিরেছেন ফাঁকা হাতে।