ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ATKমোহনবাগান ২-১ গোলে জিতল নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। সবুজ মেরুন শিবিরের হয়ে স্কোরার লিস্টন কোলাসো এবং শুভাশিস বোস।নর্থইস্টের হয়ে গোলদাতা ইভান্স।
ম্যাচের ৩৬ মিনিটে লিস্টন কোলাসোর গোলে লিড নেয় সবুজ মেরুন ব্রিগেড। প্রথমার্ধের শেষ বাশি বাজা পর্যন্ত নর্থইস্ট গোল শোধ করতে পারেনি।দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে ইভান্সের গোলে সমতায় ফেরে নর্থইস্ট ইউনাইটেড এফসি।এরপর গোলের লিড বাড়ানোর জন্য চাপ বাড়ায় গঙ্গা পাড়ের ক্লাব।খেলা শেষ হওয়ার এক মিনিট আগে শুভাশিস বোসের করা গোলে যুবভারতী থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ATK মোহনবাগান।
এই তিন পাওয়ার সুবাদে ISL পয়েন্ট টেবলে দুই নম্বরে উঠে এলো সবুজ মেরুন শিবির মোট ১০ পয়েন্ট অর্জনের জোরে।লিগ টেবলে টপার হায়দরাবাদ এফসি ১৬ পয়েন্ট গোল পার্থক্যে ৭ আর ATKমোহনবাগান ৫ গোল পার্থক্যে। লিগ টেবলে তিনে এফসি গোয়া ৯ পয়েন্ট, গোল পার্থক্যে ৫।এই দুই টিমের বিরুদ্ধে হুয়ান ফেরান্দোর ছেলেদের খেলতে হবে চলতি মাসে।
২০ তারিখ এফসি গোয়া এবং ২৬ তারিখ হায়দরাবাদ এফসি ম্যাচ।আজকের এই জয়ের ফলে সবুজ মেরুন ব্রিগেড আত্মবিশ্বাস নিয়ে প্রতিপক্ষ দু’দলের বিরুদ্ধে এনকাউন্টারে নামবে,যা বাড়তি মোটিভেশন মেরিনার্স ক্যাম্পের কাছে।