ISL : মুম্বই বধের প্রস্তুতি শুরু করে দিলো ATK মোহনবাগান

গত শনিবার ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-৩ গোলে জিতেছে ATK মোহনবাগান। সোমবার থেকে মুম্বই সিটি…

গত শনিবার ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-৩ গোলে জিতেছে ATK মোহনবাগান। সোমবার থেকে মুম্বই সিটি এফসি ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছে সবুজ মেরুন ব্রিগেড। ফেব্রুয়ারির ৩ তারিখে ফতোর্দার PJN স্টেডিয়ামে ডার্বি ম্যাচ জয়ীরা খেলতে নামবে ISL’র পয়েন্ট টেবিলে ৬ নম্বরে থাকা মুম্বই’র বিরুদ্ধে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট MCFC টিমের।

ATK মোহনবাগান এক ম্যাচ কম খেলে লীগ টেবিলে পাঁচে ১৯ পয়েন্ট নিয়ে। সোমবার দলের তরফে টুইট পোস্ট করা হয় মুম্বই’র বিরুদ্ধে ম্যাচ নিয়ে,বলা হয়েছে ওই পোস্টে, “পরবর্তী চ্যালেঞ্জ সম্মুখের! 👊

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এটি পুনরুদ্ধার করার এবং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে বড় ম্যাচের দিকে আমাদের মনোযোগ সরিয়ে নেওয়ার সময়। 💚♥️

 

মেরিনার্সরা চলতি টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচ জেতে ৩-০ গোল,সঙ্গে গত ISL মরসুমের দুই ডার্বি ম্যাচ জিতেছিল সবুজ মেরুন ব্রিগেড প্রথম লেগ ২-০ গোলে এবং দ্বিতীয় লেগে ৩-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিপক্ষে।

এরই পাশাপাশি ২০২০ সালের ১৯ জানুয়ারি আই লিগ টুর্নামেন্টে ডার্বি ম্যাচ জেতে মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-১ গোল । টানা ৫ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন, যা ভারতীয় ফুটবলে ইতিহাস সঙ্গে ISL টুর্নামেন্টে টানা চার ডার্বি ম্যাচ জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে ATK মোহনবাগান।

মুম্বই’র বিরুদ্ধে জয়ের ধারাবাহিতা বজায় রাখাই চ্যালেঞ্জ হুয়ান ফেরান্দোর কাছে।দুদিন পর ম্যাচ। ডার্বি ম্যাচের টেম্পারমেন্ট কাটিয়ে মেরিনার্সরা প্র‍্যাকট্রিসে নেমেছে। মুম্বই’কে বধ করলেই ISL পয়েন্ট টেবিলে আবার প্রথম দুই পজিশন চলে আসবে ATK মোহনবাগান আর এর জন্য চাই তিন পয়েন্ট। এখন যা ফর্মে রয়েছে প্রীতম কোটালরা সবুজ মেরুন জনতা এখান থেকে ISL চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতেই পারে।