ISL: নিজামর্সদের কাছে ‘অগ্নি পরীক্ষা’র মুখে মারিও রিভেরা

প্রায় দেড় সপ্তাহ পর মানোলো মার্কেজের হায়দরাবাদ এফসি অবশেষে ইন্ডিয়ান সুপার লীগে (ISL) ফিরে আসতে চলেছে। আগামী সোমবার ম্যাচ নম্বর ৭০ আরেকটি টেস্টিং লিগের সংঘর্ষে…

Manolo Marquez

প্রায় দেড় সপ্তাহ পর মানোলো মার্কেজের হায়দরাবাদ এফসি অবশেষে ইন্ডিয়ান সুপার লীগে (ISL) ফিরে আসতে চলেছে। আগামী সোমবার ম্যাচ নম্বর ৭০ আরেকটি টেস্টিং লিগের সংঘর্ষে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াই করতে ভাস্কো’র তিলক ময়দানে।

হায়দরাবাদ এফসি ISL নিজেদের শেষ ম্যাচ ৫৯ খেলেছে, চেন্নাইন এফসি’র বিরুদ্ধে ১৩ জানুয়ারি। ওই ম্যাচে গোয়ার মারগাওয়ের পিজেএন স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে।এরপর ম্যাচ নম্বর ৬৩ স্থগিত হয়, যা হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি’র মধ্যে হওয়ার ছিল।কিন্তু ১৭ জানুয়ারী অ্যাথলেটিক স্টেডিয়াম, বাম্বোলিমে ওই ম্যাচ হয়নি,কেননা জামশেদপুর এফসি দলের ফুটবলার কোভিড-১৯ পজিটিভ রোগী চিহ্নিত হওয়াতে।
এমন অবস্থায়, দীর্ঘদিনের বিচ্ছেদ ঘটিয়ে হায়দরাবাদ এফসি ISL টুর্নামেন্ট খেলেতে নামছে লীগ টেবিলের দশম স্থানে থাকা মারিও রিভেরার লাল হলুদ বিগ্রেডের বিরুদ্ধে। লীগ টেবিলে টপারদের মধ্যে নিজামর্সরা চার নম্বরে রয়েছে।১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে, এখানে ৪ ম্যাচ জিতেছে ৫ ম্যাচ ড্র আর ২ টি খেলায় পরাজয়ের মুখ দেখতে হয়েছে মানোলো মার্কেজের ছেলেদের।

অন্যদিকে, টানা ৮ ম্যাচে হেরে হোসে মানুয়েল দিয়াজের পর এসসি ইস্টবেঙ্গলের অন্তবর্তীকালীন হেডকোচ রেনেডি সিং’র ছত্রছায়াতে লাল হলুদ শিবিরের খেলোয়াড়দের মানসিকতায় বদল এসেছে মাত্র তিন ম্যাচের সূত্রে। এরপর স্প্যানিয়ার্ড জাদুকর মারিও রিভেরার কোচিং নাওরেম মহেশের জোড়া গোলে, চলতি ইন্ডিয়ান সুপার লীগের (ISL) নিজেদের ১২ নম্বর ম্যাচে এফসি গোয়াকে ১-২ গোলে হারিয়ে সেশনে প্রথম জয়ের স্বাদ পেয়েছে এসসি ইস্টবেঙ্গল (East Bengal)।

রাতারাতি নাওরেম মহেশ হয়ে উঠেছে লাল হলুদ সমর্থকদের নয়নের মণি আর লাল-হলুদ জনতার কাছে “The real Magician” হেডকোচ মারিও রিভেরা।

লীগ টেবিলে চোখ রাখলে নিজামর্সদের এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সোমবারের ম্যাচ জিততেই হবে।কারণ রবিবার খেলা রয়েছে ওডিশা এফসি বনাম ATK মোহনবাগানের বিরুদ্ধে। যে দল রবিবারের ম্যাচ জিতবে তিন পয়েন্ট পকেটে পুড়ে চলতি ইন্ডিয়ান সুপার লীগের (ISL) প্রথম চার দলের তালিকাতে ঢুকে পড়বে। তাই হায়দরাবাদ এফসি’র কাছে সোমবারের ম্যাচ হল মারণ বাচন লড়াই।

আবার, এসসি ইস্টবেঙ্গল নিজামর্সদের বিরুদ্ধে জিতে পয়েন্ট টেবিলে ওপরের দিকে ওঠার টার্গেট লক করে রেখেছে। ISL পয়েন্ট টেবিল এখন এমন পজিশনে যে প্রথম চারের দখল নিতে এবং প্রথম চারের পজিশন ধরে রাখতে মাঠে ৯০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে ভারতীয় ফুটবল মহল ওৎ পেতে বসে রয়েছে।

আর লাল হলুদ বিগ্রেড কিভাবে ড্যামেজ কন্ট্রোল করে ISL পয়েন্ট টেবিলে মারিও রিভেরার কোচিং সেশনে ওপরের দিকে উঠে আসতে পারে এমন জেদাজিদির লড়াই দেখতে ‘ছিপ ফেলে বসে’ রয়েছে দেশের অগণিত ফুটবল ভক্তকুল।