অবশেষে জয়ের সরণিতে ফিরল এটিকে মোহনবাগান (Mohun Bagan)। আজ রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে (Reliance Development League ) নিউ আলিপুর সুরুচি সংঘকে (Surachi Sangha) হারাল তারা। দলের হয়ে গোল করেন অভিষেক ও সুহেল ভাট। যারফলে, লিগ টেবিলের শীর্ষে উঠে আসল সবুজ-মেরুন ব্রিগেড। আগামীকাল জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ শিবির। তারা পরাজিত হলে আপাতত তালিকার প্রথমেই থাকবে কিয়ানরা।
গত দুই ম্যাচে কার্যত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল একিকে মোহনবাগানকে। মহামেডানের বিপক্ষে জয় দিয়ে লিগ অভিযান শুরু করলেও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিপক্ষে আটকে যেতে হয় তাদের। তারপর গত ২৩ তারিখ ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামে এটিকে মোহনবাগান। সেখানেও বহু চেষ্টা ফলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় সুহেলরা।
3️⃣ points secured as Abhishek and Suhail score in the second half! Let’s go! 💚♥️@RFYouthSports @ril_foundation
#JoyMohunBagan #আমরাসবুজমেরুন #LetsPlay #RelianceFoundationDevelopmentLeague pic.twitter.com/VdHu0ijTwM
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 26, 2023
দ্বিতীয়ার্ধে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হয় বাগান ফুটবলার নামতে। অবশেষে আজ নিউ আলিপুর সুরুচি সংঘের বিরুদ্ধে ২ গোলের ব্যবধানে জিতে পুরোনো ছন্দে ফেরে এটিকে মোহনবাগান।