ISL : কোচ বাছাই প্রক্রিয়া শেষ, এবার নিয়োগের অপেক্ষা

ISL : নতুন কোচ নিয়োগ করতে হবে জামশেদপুর এফসিকে (Jamshedpur FC)। ইতিপূর্বে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। শীঘ্রই পাকাপাকিভাবে নাম ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, আগামী মরশুমের কথা মাথায় রেখে নতুন কোচ নিয়োগের জন্য জামশেদপুর এফসি আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল। ইতিমধ্যে একাধিক প্রোফাইল ক্লাব কর্তাদের পছন্দ হয়েছে বলে মনে করা হচ্ছে। স্কোয়াডের হেডস্যারের পোস্টের জন্য পাঁচ থেকে ছয়জনের নাম আপাতত বিবেচনার মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে একজনকে দলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হবে।

   

কিছু দিন আগে শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগে শিল্ড জিতেছিল জামশেদপুর। যার অন্যতম কারিগর ছিলেন তৎকালীন কোচ ওয়েন কয়েল। অল্প সময়ের মধ্যে ইস্পাত নগরীতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। আগামী মরশুমে তাঁকে পাবে না ক্লাব।

সুপার লিগের যাত্রা শেষ করে স্কটল্যান্ডে পাড়ি দিয়েছেন ওয়েন কয়েল। সেখানকার একটি ক্লাবের দায়িত্ব নিয়েছেন তিনি। কুইন্স পার্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ দেওয়া হয়েছে তাঁকে। আগামী দিনে ওয়েনের জায়গায় কাকে নিয়োগ করা হয় সে’দিকে নজর রয়েছে ফুটবল প্রেমীদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন