Maharashtra: নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ইমাম

শ্লীলতাহানির অভিযোগে মুসলিম সমাজের ধর্মগুরুকে গ্রেফতার করল পুলিশ (Maharashtra)। সেই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় রুজু করা হল মামলা। সেই তালিকায় রয়েছে পকসো আইনের মতো…

Imam arrested for molesting a minor

শ্লীলতাহানির অভিযোগে মুসলিম সমাজের ধর্মগুরুকে গ্রেফতার করল পুলিশ (Maharashtra)। সেই সঙ্গে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় রুজু করা হল মামলা। সেই তালিকায় রয়েছে পকসো আইনের মতো ধারা।

ঘটনাটি পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রের। সেখানের পালঘর জেলার এই ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে যে মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই এলাকা থেকে ওই ধর্মগুরুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে শ্লীলতাহানি এবং ধর্ষণের চেষ্টার। ১০ বছর বয়সী এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে ওই ধর্মগুরুর বিরুদ্ধে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে ধৃত ব্যক্তি পেশায় ইমাম। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেই সঙ্গে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধৃত ইমামকে চলছে ম্যারাথন জেরা। অন্য কোনও তথ্য উঠে এলে সেটিও খতিয়ে দেখা হবে। যার ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার ওই ধৃত ইমামকে আদালতে তোলা হবে।

ধর্মগুরুদের বিরুদ্ধে এই প্রকারের অভিযোগ নতুন নয়। আগে বিভিন্ন সময়ে এই ধরনের অভিযোগ উঠেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই প্রকারের একগুচ্ছ উদাহরণ রয়েছে। কিন্তু এই ধর্মগুরু নিয়ে পালঘরের পুরনো ইতিহাস রয়েছে। ওই এলাকাতেই কয়েক বছর আগে ঘটেছিল বড় অঘটন। শিশু চুরির অভিযোগে পেটানো হয়ে তিন জন সন্ন্যাসীকে। ২০২০ সালের এপ্রিলের ওই ঘটনায় দুই সন্ন্যাসীর মৃত্যু হয়। সন্ন্যাসীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। যা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। যদিও পরে করোনা অতিমারির প্রকোপে তা ধামাচাপা পরে যায়।