ISL : আইএসএলের অন্যতম সেরা গোলকিপারের তকমা এখনও রয়েছে দুই বাঙালির কাছে

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) উঠতি ভারতীয়, বিদেশিদের দিকে প্রচারের আলোর অনেকটা চলে যায়। গোলরক্ষকদের নিয়ে আলোচনা কিছুটা কম। যদিও দূর্গের শেষ প্রহরী নিজের কাজ করে…

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) উঠতি ভারতীয়, বিদেশিদের দিকে প্রচারের আলোর অনেকটা চলে যায়। গোলরক্ষকদের নিয়ে আলোচনা কিছুটা কম। যদিও দূর্গের শেষ প্রহরী নিজের কাজ করে যান নিঃশব্দে। এমনই কয়েকজন গোলকিপারের প্রোফাইল দেখে নেওয়া যাক যাঁদের গ্লাভস জোড়া সবথেকে বেশি নির্ভরযোগ্য। 

অমরিন্দর সিং

অমরিন্দর সিং-কে সমালোচনা হয় প্রায়শই। কিন্তু ভারতের এই গোলরক্ষকের রেকর্ড বাঁধিয়ে রাখার মতো। পরিসংখ্যান অনুযায়ী ১১৭ ম্যাচের মধ্যে ৩৪ টি ক্ষেত্রে একটিও গোল হজম করেননি তিনি। ২০১৬ সালে জিতেছিলেন গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড।

সুব্রত পাল

বয়স তাঁর পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলতে পারেনি। গত টুর্নামেন্টে রিজার্ভ বেঞ্চে ছিলেন অধিকাংশ সময়। কিন্তু সুব্রতর পরিসংখ্যান এখনও পিছনে ফেলে দিতে পারে লিগের বহু গোলরক্ষককে। ৯৫ টি ম্যাচের মধ্যে ২৮ টি ক্লিন শিট রয়েছে তাঁর নামের পাশে। 

অরিন্দম ভট্টাচার্য

ভারতীয় ফুটবলের আরও এক অভিজ্ঞ গোলরক্ষক। গতবারের ইন্ডিয়ান সুপার লিগে এসসি ইস্টবেঙ্গলে ছিলেন। ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। তিনি তাঁকে নিয়ে কেন এখনও আলোচনা হয় সেটা পরিসংখ্যানের দিক চোখ রাখলেই বোঝা যায়। ৯০ ম্যাচে ৩০ তিনি ক্লিন শিট রাখতে পেরেছেন। এটিকে মোহন বাগানের হয়ে জিতেছিলেন প্রতিযোগিতার সেরা গোলকিপারের পুরস্কার। 

টিপি রেহেনেশ

ভালো খেলেও রেহেনেশকে নিয়ে তেমন চর্চা শোনা যায় না। অথচ একাধিক ম্যাচে তিনি রক্ষা করেছেন দলের দূর্গ। জামশেদপুর এফসির হয়ে একবার পেয়েছিলেন দলের সেরা খেলোয়াড়ের তকমা। 

গুরপ্রীতসিং সান্ধু

দু’বার গোল্ডেন গ্লাভস জেতার নজির গড়েছেন তিনি। দীর্ঘ দিন রয়েছেন ভারতীয় ফুটবল আঙিনায়। ইস্টবেঙ্গল সহ ভারতের বহু ক্লাবে খেলেছেন। সময়ের সঙ্গে আরও দক্ষ হয়েছেন তিনি।