Punjab: মোহালি বিস্ফোরণে গ্রেনেডের কাঁচামাল যোগানদার আটক, নজরে শিখ জঙ্গি সংগঠন

পাঞ্জাব (Punjab) পুলিশের গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টারে গ্রেনেড হামলায় আরও একজনকে আটক করল পুলিশ। মোহালিতে বিস্ফোরণের আগে এই ব্যক্তি হামলাকারীদের রসদ জুগিয়েছিল বলে দাবি করা হয়েছে।…

পাঞ্জাব (Punjab) পুলিশের গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টারে গ্রেনেড হামলায় আরও একজনকে আটক করল পুলিশ। মোহালিতে বিস্ফোরণের আগে এই ব্যক্তি হামলাকারীদের রসদ জুগিয়েছিল বলে দাবি করা হয়েছে।

পুলিশের দাবি, রকেট প্রপেল্ড গ্রেনেড তৈরি করতে ওই ব্যক্তি সাহায্য করেছিল। নিশাদ সিং নামে ওই ব্যক্তি ফরিদকোটের বাসিন্দা। অভিযোগ, রকেট তৈরির জন্য কাঁচামালের রসদ জুগিয়েছিল সে।

   

তদন্তে নেমে পাঞ্জাব পুলিশ খতিয়ে দেখছেন সেই রকেট তৈরি করল কারা। সোমবার হামলার ঘটনার পর থেকেই অভিযান শুরু করেছে পাঞ্জাব পুলিশ। মঙ্গলবার আরও দু’জনকে আটক করা হয়েছে।

এদিকে নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিস এই হামলার দায় নিয়েছে। তারা হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় সে রাজ্যে পুলিশ সদর দফতরে হামলার হুমকি দিয়েছে। সংগঠনটি খালিস্তান স্বশাসিত এলাকার দাবিতে সশস্ত্র পথের শরিক। তবে তাদের দাবি নিয়ে পাঞ্জাব পুলিশ নীরব। বরং অপর খালিস্তানপন্থী জঙ্গি সংগঠন বব্বর খালসার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এই সংহগঠনটি শিখ মহারাজা রণজিত সিংয়ের তৈরি পুরো শিখ সাম্রাজ্যের অনুকরণে খালিস্তান এলাকা দাবি করে। বব্বর খালসা দশকের পর দশক নাশকতায় জড়িত। তাদের মদত করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। জঙ্গি সংগঠনটির কিছু শীর্ষ নেতা পাকিস্তানে থাকে।

পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাটি কীভাবে ঘটল তা দ্রুত জনসমক্ষে আনা হবে৷ পাঞ্জাব পুলিশের ডিজি ডিকে ভাওড়া জানিয়েছেন, বেশ কিছু তথ্য প্রমাণ এসেছে। আশা করা হচ্ছে খুব দ্রুত দোষিদের শাস্তি দেওয়া হবে।

মোহালির পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দেহে একাধিক জনকে আটক করা হয়েছে। খুব শীঘ্রই রহস্যের সমাধান করা হবে।

মঙ্গলবার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাঁদের কোনভাবেই রেয়াত নয় সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সেইসঙ্গে দোষিদের কঠোর শাস্তি দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।