Asani Cyclone: অন্ধ্রের দিকে যাচ্ছে অশনি কলকাতা-ভাইজাগ বিমান বাতিল

অন্ধ্রপ্রদেশ উপকুলের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় (Asani Cyclone) অশনি। অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকার সব জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ, অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া উপকুলে…

অন্ধ্রপ্রদেশ উপকুলের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় (Asani Cyclone) অশনি। অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকার সব জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ, অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া উপকুলে আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় অশনি৷

বিশাখাপত্তনমের সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, ছ’ঘন্টায় গতিপথ পরিবর্তন করেছে অশনি। অন্ধ্র উপকুল ছু্ঁয়ে অশনি কাঁকিনাড়া এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশ হয়ে সমুদ্রের ওপরেই ফিরে আসবে৷ এর ফলে ওই উপকুলে ঝড়বৃষ্টির দাপট শুরু হবে।

   

মৌসম ভবনের তরফে আগেই বলা হয়েছিল, স্থলভাগে অশনির আছড়ে পড়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার রাত থেকে উপকুল ঘেঁষে উত্তর-পূর্বে বাঁক নেওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। সোমবার রাতেই উলটো দিকে বাঁক নিয়েছে ঘুর্ণিঝড়। তাই কাঁকিনাড়া উপকুলে সকাল থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।

বৃহস্পতিবার সকালেই অন্ধ্র উপকুলে পৌছে যাবে ঘুর্ণিঝড় ‘অশনি’৷ প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশাখাপত্তম বিমানবন্দর যোগাযোগকারী একাধিক বিমান পরিষেবা বাতিল করেছে ইন্ডিগো এবং এয়ার এশিয়া। কলকাতা থেকে বিশাখাপত্তনমের বিমান বাতিল করেছে স্পাইসজেট।