Monday, December 8, 2025
HomeSports NewsISL Final: এক নজরে দেখে নিন মোহনবাগান ও বেঙ্গালুরুর একাদশ

ISL Final: এক নজরে দেখে নিন মোহনবাগান ও বেঙ্গালুরুর একাদশ

- Advertisement -

আজ এসে গেল সেই দিন। কিছুক্ষন পরেই আইএসএলের ফাইনাল (ISL Final)। যেখানে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। যা নিয়ে ক্রমশ পারদ চড়ছে গোয়ার বুকে। ঘড়ির কাঁটা বলছে একেবারে ৭ বেজে ১মিনিট। পূর্ব উল্লেখিত নিয়ম মেনেই ম্যাচের প্রায় আধঘণ্টা আগে দুই দলের তরফে প্রকাশ করা হল প্রথম একাদশ।

এক নজরে দেখুন সবুজ-মেরুন শিবিরের প্রথম একাদশ
আগের মতোই আজ গোলপোস্ট সামলাবেন বিশাল কাইথ। এছাড়াও বাকি দশজন খেলোয়াড় হলেন- স্লাভকো, কাল ম্যাকহিউ, দিমিত্রি সহ আজ দলে থাকছেন হুগো বুমোস। এছাড়া রয়েছেন মনবীর, শুভাশিস, আশিক, গ্লেন, আশিশ ও অধিনায়ক প্রীতম কোটাল।

   

এক নজরে বেঙ্গালুরুর প্রথম একাদশ
আগের মতোই গোলে রয়েছেন গুরপ্রীত সিং তাছাড়া বাকি দশজন হলেন, সন্দেশ ঝিঙ্গান, জোভানোভিচ, ব্রুনো, প্রবীর দাস,রোশন, সুরেশ,রোহিত, জাভি, শিবশক্তি ও রয়কৃষ্ণা। আপাতত রিজার্ভ বেঞ্চে থাকছেন সুনীল ছেত্রী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular