ISL FINAL Live Updates: বেঙ্গালুরু এফসিকে ট্রাইবেকারে হারাল মোহনবাগান

790
ATK_MohunBagan_final
Advertisements

শুরু হল আইএসএলের ফাইনাল (ISL FINAL)। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের মুখোমুখি বেঙ্গালুরু এফসি। যা নিয়ে ক্রমশ পারদ চড়ছে গোয়ার বুকে।  মাঠে নামলেন সুনীল ছেত্রী

এক নজরে দেখুন সবুজ-মেরুন শিবিরের প্রথম একাদশ
আগের মতোই আজ গোলপোস্ট সামলাবেন বিশাল কাইথ। এছাড়াও বাকি দশজন খেলোয়াড় হলেন- স্লাভকো, কাল ম্যাকহিউ, দিমিত্রি সহ আজ দলে থাকছেন হুগো বুমোস। এছাড়া রয়েছেন মনবীর, শুভাশিস, আশিক, গ্লেন, আশিশ ও অধিনায়ক প্রীতম কোটাল।

Advertisements

এক নজরে বেঙ্গালুরুর প্রথম একাদশ
আগের মতোই গোলে রয়েছেন গুরপ্রীত সিং তাছাড়া বাকি দশজন হলেন, সন্দেশ ঝিঙ্গান, জোভানোভিচ, ব্রুনো, প্রবীর দাস,রোশন, সুরেশ,রোহিত, জাভি, শিবশক্তি ও রয়কৃষ্ণা। আপাতত রিজার্ভ বেঞ্চে থাকছেন সুনীল ছেত্রী।

Advertisements

22:22:27- বেঙ্গালুরু এফসি কে ট্রাইবেকারে হারাল এটিকে মোহনবাগান। খেলার ফলাফল ৪-৩

22:18:30- অতিরিক্ত সময়ের খেলা শেষ। বদলালো না ফলাফল। অতিরিক্ত সময়ের শেষে ম্যাচের ফলাফল ২-২ গোল। খেলা এবার ট্রাইবেকারে।

21:56:26- অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে র খেলা শুরু। হ্যামিলের পরিবর্তে দলে আসলেন সবুজ-মেরুন তারকা সুমিত রাখি। অপরদিকে রোশন কে বসাল বেঙ্গালুরু।

21:51:04-অতিরিক্ত সময়ের প্রথমার্ধের সমাপ্তি। খেলার ফলাফল এখনো ২-২

21:45:35- বদল বেঙ্গালুরু শিবিরে। রোহিতের বদলে দলে আসলেন অ্যালেন কোস্তা।

21:33:56-বড়সড় বদল বেঙ্গালুরু শিবিরে। হাবি হার্নান্দেজের বদলে দলে আসলেন উদান্তা।

atk mohun bagan

21:29:46- ৯০ মিনিটের খেলা শেষ।
ফলাফল ২-২ গোল। ম্যাচ চলে গেল অতিরিক্ত সময়ে।

21:26:14- হলুদ কার্ড দেখলেন সবুজ-মেরুন তারকা নামতে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে নির্ধারিত সময়। অতিরিক্ত সময় ৪ মিনিট যুক্ত করা হয়েছে রেফারির তরফে।

21:20:35- গোলল!!! গোল শোধ করলেন এটিকে মোহনবাগান তারকা পেত্রাতোস।  খেলার ফলাফল ২-২৷ ৮৫ মিনিটের মাথায় পেনাল্টিতে গোল করেন পেত্রাতোস

21:19:00- দুটি বদল মোহনবাগান দলে, ম্যাকহিউ এর বদলে গায়গো। শুভাশিষের বদলে কিয়ান

21:13:01-গোললল!!! ২-১ গোল করে বেঙ্গালুরু এফসি কে এগিয়ে দিলেন রয়কৃষ্ণা। ৭৮ মিনিটের মাথায় বেঙ্গালুরুর দ্বিতীয় গোল। অপরদিকে, বারংবার আক্রমণ শানাচ্ছে এটিকে মোহনবাগান। দলে বদল আনতে পারেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।

21:13:01-গোললল!!! ২-১ গোল করে বেঙ্গালুরু এফসি কে এগিয়ে দিলেন রয়কৃষ্ণা। ৭৮ মিনিটের মাথায় বেঙ্গালুরুর দ্বিতীয় গোল। অপরদিকে, বারংবার আক্রমণ শানাচ্ছে এটিকে মোহনবাগান। দলে বদল আনতে পারেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।

21:03:26- ৬৭ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগান তারকা ম্যাকহিউ। তার আগে ৬৫ মিনিটের মাথায়
গোলের সুযোগ হারালেন বাগান ফুটবলার হুগো বুমোস।

20:56:08- গোলের একেবারে সহজ সুযোগ হাতছাড়া পেত্রাতোসের। রক্ষন ভাগ ফাঁকা পেয়ে ও গোলের সুযোগ হারালেন এই সবুজ-মেরুন তারকা। নাহলে ৬০ মিনিটের মাথায় ২-১ব্যবধান করতেই পারত এটিকে মোহনবাগান

20:49:23- মাঠে নামলেন লিস্টন কোলাসো। ম্যাচের ৫৪ মিনিটে নামানো হল লিস্টনকে। আশিকের বদলে মাঠে নামলেন এই গোয়ান ফুটবলার। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বারংবার আক্রমন শানাতে শুরু করে বেঙ্গালুরু। গোলের সুযোগ মিস করেন ফিজি তারকা রয়কৃষ্ণা। 

20:39:55 PM- দ্বিতীয়ার্ধে র খেলা শুরু হতেই খেলোয়াড় বজল করল এটিকে মোহনবাগান। গ্লেন মার্টিনসের বদলে দলে আসলেন নামতে।

20:26:00- গোল। প্রথমার্ধে খেলার ফলাফল ১-১ । পেনাল্টিতে গোল শোধ সুনীল ছেত্রীর। প্রথমার্ধের শেষে এটিকের রক্ষনে উঠে আসেন রয়কৃষ্ণা। তাকে আটকাতে গিয়ে গোল বক্সে ফাউল করে ফেলেন এক বাগান ফুটবলার। যারফলে পেনাল্টির সিদ্ধান্ত জানান রেফারি। সেখান থেকেই গোল।

20:12:28 – জোড়া হলুদ কার্ড। কার্ড দেখলেন বেঙ্গালুরুর ফুটবলার রোশন ও কোচ সাইমন। প্রথম গোলের পর থেকেই রীতিমতো প্রতি আক্রমণে উঠছিল বেঙ্গালুরু। সেই ফাকেই বিপক্ষের রক্ষনে ভাঙন ধরানোর চেষ্টা করেন সবুজ-মেরুন তারকা মনবীর। তাকে থামাতে গিয়ে কার্ড দেখেন রোশন।

20:06:53: গোলের সহজ সুযোগ হাতছাড়া বেঙ্গালুরুর। মাঝমাঠ থেকে বল নিয়ে বিপক্ষের গোল বক্সে ঢুকে গেছিলেন সুনীল। তবে বলটি বিপদ মুক্ত করেন প্রীতম। এরপর ফ্রি কিক থেকে গোলের সুযোগ এলেও বল নিরাপদে পাঠান বিশাল। পরবর্তীতে হেডে গোল করার সুযোগ নষ্ট করেন বেঙ্গালুরুর সন্দেশ।

7:50:37 PM- গোল……! ১-০ গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। গোল করলেন পেত্রাতোস। কর্নার থেকে গোল করার সুযোগ থাকলে ও তা হাতছাড়া হয় তাদের। তবে বল রয়কৃষ্ণার হাতে লাগায় পেনাল্টি পায় সবুজ-মেরুন। সেখান থেকেই গোল৷

 

 

 

Advertisements