Saheb Bhattacharya: আজ বেঙ্গালুরুর সমর্থনে সুব্রত-পুত্র সাহেব, কী বললেন তিনি?

ছেলে সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) আবার লাল-হলুদের বিরাট সমর্থক। কিন্তু আজ আর মোহন- ইস্ট নয়। এবার এক অন্যরকম ডার্বির সাক্ষী থাকতে চলেছে আপামর ফুটবলপ্রেমী জনতা।

ছেলে সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) আবার লাল-হলুদের বিরাট সমর্থক। কিন্তু আজ আর মোহন- ইস্ট নয়। এবার এক অন্যরকম ডার্বির সাক্ষী থাকতে চলেছে আপামর ফুটবলপ্রেমী জনতা।

ডার্বির সময় একেবারে অন্য চেহারা নেয় শহর কলকাতা। একদিকে ইস্টবেঙ্গল ও অন্যদিকে মোহনবাগান। এই দুইয়ের মহারনে নিজেদের মনের মতো করে সমর্থন ভাগাভাগি হয়ে যায় আপামর বাঙালি ফুটবলপ্রেমী মানুষ। ঠিক একই পরিস্থিতি দেখা যায় কলকাতার ভট্টাচার্য পরিবারে। একদিকে সুব্রত ভট্টাচার্য তথা ময়দানের বাবলুদা মোহনবাগানের প্রাক্তন ফুটবলার। এককথায় সবুজ-মেরুনের ঘরের ছেলে।

অন্যদিকে তার ছেলে সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) আবার লাল-হলুদের বিরাট সমর্থক। কিন্তু আজ আর মোহন- ইস্ট নয়। এবার এক অন্যরকম ডার্বির সাক্ষী থাকতে চলেছে আপামর ফুটবলপ্রেমী জনতা। আজ আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি। পাশাপাশি বাড়ির জামাই সুনীল ছেত্রী আবার বেঙ্গালুরুর অধিনায়ক। তাই স্বাভাবিক ভাবেই সুব্রত ভট্টাচার্য মোহনবাগানের ঘরের ছেলে হওয়ার সুবাদে বাগানের সমর্থনেই গলা ফাটাবেন সুব্রত ভট্টাচার্য।

   

কিন্তু সাহেব?
এক জনপ্রিয় মাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে সাহেব বলেন, আমি আগা গোড়াই লাল-হলুদের সমর্থক। আপনারা জানেন সেটা। মোহনবাগান আমাদের প্রতিপক্ষ। তাই আজ বেঙ্গালুরুর সমর্থনে গলা ফাটাবো। তাছাড়া আমার জামাইবাবু বেঙ্গালুরুর অধিনায়ক তাই আমি চাইব ওরাই জিতুক। আমাদের বাড়িতে সকলেই মোহনবাগান সমর্থক। তবে যাই হোক খেলার স্পিরিট বজায় থাকুক এটাই চাইব। সৌজন্য বজায় থাকাটাই বাঞ্ছনীয়। এরপরে তার মায়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার বাবার মতো আমার মা ও মোহনবাগানের জন্য গলা ফাটান। তাই সুনীল কে জামাই হিসেবে প্রচন্ড ভালোবাসলে ও মোহনবাগানের প্রতি তার আবেগ প্রচুর। আজ সেটাই থাকবে।

তারপরেই সুনীল ছেত্রীর বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন সুনীল ছেত্রী ঠিক এরকমই। যখন সবাই মনে করে সুনীলের জাদু শেষ, ঠিক সেই সময়ে সবাই কে চমকে দিয়ে ও জ্বলে ওঠে। তাই আমি একদম অবাক নই, ওর মধ্যে যে নিয়মানুবর্তিতা ও সংযমী মনোভাব দেখি তা অন্য কারুর মধ্যে পাইনি। তবে আজ দুই দল প্রচন্ড শক্তিশালী। যারা ভালো খেলবে তারাই জিতবে। তবে আমার সমর্থন বেঙ্গালুরুর জন্য থাকবে। আজ সন্ধ্যে ৭:৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। এখন সেদিকেই নজর সকলের।