রয় কৃষ্ণার সঙ্গে জুটি বাঁধতে পারেন ISL জয়ী ফরোয়ার্ড

সার্জিও লোবেরাকে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে ওড়িশা এফসি। প্রশিক্ষক নিয়োগ করার পর থেকে জোর কদমে দল গঠন করার কাজ করছে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) এই ক্লাব।

Joel Chianese

সার্জিও লোবেরাকে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে ওড়িশা এফসি। প্রশিক্ষক নিয়োগ করার পর থেকে জোর কদমে দল গঠন করার কাজ করছে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) এই ক্লাব। আপাতত বিদেশে প্রস্তুতি শিবিরে রয়েছে দল। সেই সঙ্গে ওড়িশা এফসিকে নিয়ে দল বদলের বাজারে ফের জল্পনা।

হেড কোচ সার্জিও লোবেরার পছন্দের ফুটবলারদের ইতিমধ্যে দলে নিয়েছে ওড়িশা এফসি। ইন্ডিয়ান সুপার লীগে সাফল্যের সঙ্গে খেলা একাধিক ফুটবলার রয়েছেন স্কোয়াডে। আক্রমণভাগে রয়েছেন রয় কৃষ্ণার মতো স্ট্রাইকার। তিনিও বিদেশে গিয়েছেন দলের সঙ্গে প্রস্তুতি শিবিরে যোগ দেবেন বলে। জানা গিয়েছে, আক্রমণ ভাগে আরও একজন ইন্ডিয়ান সুপার লীগে খেলা ফুটবলারকে চাইছেন কোচ সার্জিও লোবেরা। সেই সঙ্গে মাথায় রাখা হচ্ছে এশিয়ান কোটার নিয়ম। ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত এমন একজনের নাম শোনা যাচ্ছে।

ওড়িশা এফসি সংক্রান্ত দল বদলের জল্পনায় উঠে এসেছেন Joel Chianese। ২০২১-২২ মরসুমে হায়দরাবাদ এফসির হয়ে জিতেছিলেন ইন্ডিয়ান সুপার লীগ। জোয়েল অস্ট্রেলিয়ার ফুটবলার। তাই এশিয়ান কোটার নিয়ম নিয়ে আর ভাবতে হবে না ওড়িশা এফসিকে। Joel Chianese খেলা তৈরি করার পাশাপাশি গোল করার ক্ষমতা রাখেন। অ্যাটাকিং মিডফিল্ডার এবং ফরোয়ার্ড, দুই পজিশনেই খেলতে পারেন অস্ট্রেলিয়ার Joel Chianese।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার এই ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ওড়িশা এফসি। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ আলোচনা হয়তো সবে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিডনির এই ফুটবলারের বয়স এবং ফিটনেসের ব্যাপারটিও ক্লাব ম্যানেজমেন্টকে মাথায় রাখতে হচ্ছে। রয় কৃষ্ণার সঙ্গে জোয়েল আগামী দিনে জুটি বাঁধবেন কি না সেটা এখনই বলা যাচ্ছে না। তবে সম্ভাবনা রয়েছে।