ISL : করোনার জেরে শনিবারের ATK মোহনবাগান ম্যাচ স্থগিত হয়ে গেল

ATK মোহনবাগানের এক ফুটবলারেরা কোভিড-১৯ টেস্ট করা হয় এবং ওই টেস্টের ফল পজিটিভ আসতেই তড়িঘড়ি আইএসএলের (ISL) ৫৩ তম, যা ওডিশা এফসি’র সঙ্গে হওয়ার কথা…

ISL

ATK মোহনবাগানের এক ফুটবলারেরা কোভিড-১৯ টেস্ট করা হয় এবং ওই টেস্টের ফল পজিটিভ আসতেই তড়িঘড়ি আইএসএলের (ISL) ৫৩ তম, যা ওডিশা এফসি’র সঙ্গে হওয়ার কথা ছিল ওই ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার ১৫ জানুয়ারি ATK মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচও স্থগিত করা হয়েছে।

ইন্ডিয়ান সুপার লিগ(ISL) কর্তৃপক্ষ টুইট পোস্ট করে আনুষ্ঠানিকভাবে ঘোষণায় জানিয়েছে “৬১ নম্বর ম্যাচটিHeroISL 2021-22-@atkmohunbaganfc এবং @bengalurufc-এর মধ্যে খেলা স্থগিত করা হয়েছে”।

ওই টুইট পোস্টে পরিষ্কার জানানো হয়েছে,”𝐋𝐄𝐀𝐆𝐔𝐄 𝐒𝐓𝐀𝐓𝐄𝐌𝐄𝐍𝐓 👇
হিরো ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ATK মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি’র মধ্যে শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২ তারিখে PJN স্টেডিয়াম, ফাতোর্দার মধ্যে খেলা স্থগিত করার ঘোষিত হয়েছে”।

সঙ্গে ওই আইএসএল কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, “প্রতিটি ম্যাচের মূল্যায়ন করা হয় বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে যার মধ্যে একটি দলকে মাঠে নামানো জন্য ক্লাবের ক্ষমতা; ক্লাবে কোভিড-১৯ ব্রেকআউটের তীব্রতা; এবং ক্লাব কর্মীদের (সার্পোট স্টাফদের) নিরাপদে প্রস্তুতি এবং ম্যাচ খেলার ক্ষমতা অনুযায়ী এই সিদ্ধান্ত”।

ওই টুইটে আইএসএল কর্তৃপক্ষের দাবি,”বায়ো বাবোলে সমস্ত কর্মীদের স্বাস্থ্য এবং নিরাপত্তা আমাদের অগ্রাধিকার, এবং লীগ এবং ক্লাবগুলির পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং সেই অনুযায়ী কাজ করা চালিয়ে যাওয়া হবে”।

তবে অসমর্থিত সূত্রে খবর, এই ম্যাচ স্থগিতের কারণ হল গত বৃহস্পতিবার ওডিশা ম্যাচের দিনে ৩ টি কোভিড -১৯ পজিটিভ কেস ধরা পড়ার পড়েও ওডিশা এফসি বনাম কেরালা ব্লাসার্স ম্যাচ খেলা হয়েছে। পরের দিন শুক্রবার ম্যাচের ২৪ ঘন্টা আগে এফসি গোয়া দলে ৪ টি নতুন পজিটিভ কোভিড-১৯ রোগী চিহ্নিত হয় এবং ২ জম হোম আইসোলেসনে চলে যায় কোভিড প্রোটকল মেনে। এরপরেও ১৪ জানুয়ারি এফসি গোয়া বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ হয়েছে।শনিবার ATKMB বনাম BFC ম্যাচ স্থগিত ঘোষিত হয়েছে।এমন আবহে খবর জানা গিয়েছে যে, কেরলা ব্লাসার্স এফসি তিন দিন ধরে প্রশিক্ষণে নামে নি।

প্রসঙ্গত, অতিমারির বিধিনিষেধকে ঠেঙ্গা দেখিয়ে বহাল তবিয়ৎ’এ চলছে ISL।কোভিড -১৯’র নতুন প্রজাতি ওমিক্রনের থাবায় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) ঘরোয়া ক্রিকেটের ২০২১-২২ মরসুমে রঞ্জি ট্রফি, কর্ণেল সিকে নাইডু ট্রফি এবং সিনিয়র উইমেনস টি২০ লিগ সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে,প্রেস বিবৃতি প্রকাশ করে।

অন্যদিকে, ২০২১-২২ মরসুমে আই লিগ কলকাতায় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে লিগ কমিটি সিদ্ধান্ত নেয় ওমিক্রন ভেরিয়েন্টের বাড়বাড়ন্তের কারণে আই লিগ (I-League) সাময়িক ভাবে স্থগিত করার।

কোভিড-১৯’র নতুন প্রজাতি ওমিক্রনের বাড়বাড়ন্তের আবহে ভারতের মাটিতে চলছে ইন্ডিয়ান সুপার লিগ(ISL)। এই টুর্নামেন্টের সংগঠক সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে’র(AIFF) এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)।টাইটেলশিপে একের পর কোভিড-১৯ পজিটিভ রোগী চিহ্নিত হওয়ার পরেও হেলদোল নেই যৌথ আয়োজক প্রতিষ্ঠানের।

অতিমারির ভয়াল আতঙ্কে যেখানে সংক্রমণের গতি ক্রমেই ওপরের দিকে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে নতুন করে নাইট কাফিউ এবং লকডাউনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে,জনজীবন স্বাভাবিক ছন্দে এগোতে পারছে না কোভিড-১৯ প্রটোকলের বিধিনিষেধের জন্য। এমন এক বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও দায়িত্বজ্ঞানহীন ভাবে এবং চরম উদাসীনতার পরিচয় রেখে চলেছে AIFF এবং FSDL কর্তৃপক্ষ।