UP Election 2022: অযোধ্যা ‘সেফ সিট’ নয় যোগীর জন্য গোরক্ষপুরই ভরসা

রাম ভরসা নয় বরং গুরুভাইরা ভরসা হতে পারেন। পুরনো পরিচিত এলাকা থেকেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধামসভা ভোটে লড়াই করছেন। প্রার্থী তালিকায় এমনই ঝটকা দিল উত্তরপ্রদেশ…

The 'Kovid State' is Uttar Pradesh, the Yogi government regained consciousness before the elections

রাম ভরসা নয় বরং গুরুভাইরা ভরসা হতে পারেন। পুরনো পরিচিত এলাকা থেকেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধামসভা ভোটে লড়াই করছেন। প্রার্থী তালিকায় এমনই ঝটকা দিল উত্তরপ্রদেশ বিজেপি। সূত্রের খবর, যোগীর জন্য অযোধ্যা আসনটি ‘সেফ সিট’ নয় বলেই দলীয় বিশ্লেষণে উঠে এসেছে। (UP Election 2022)

হিন্দুত্ববাদী সনাতনী গোষ্ঠীগুলির পারস্পরিক দ্বন্দ্বের কারণেই কি অযোধ্যার মতো সিট যোগীর জন্য বরাদ্দ করেও ফের পরিবর্তন করল বিজেপি? এই প্রশ্ন উঠছে।

   

অযোধ্যার সংখ্যালঘু মুসলিম ভোটারদের ভোট যোগী পাবেন না নিশ্চিত বিজেপি। সংখ্যালঘুরা রাম মন্দির মেনে নিলেও তাদের মসজিদ ইস্যুটি দগদগে। সুপ্রিম কোর্টের নির্দেশে মসজিদ স্থলের অনুষ্ঠানে যোগী যাবেন না বলে মন্তব্য করায় বিতর্ক আরও তীব্র হয়।

অযোধ্যার সনাতনি হিন্দু আ়খড়াগুলির সঙ্গে গোরক্ষপুরীদের দ্বন্দ্ব আছে। ফলে গোরক্ষপুরী যোগী আদিত্যনাথ অযোধ্যার জন্য শেষ মুহূর্তে অযোগ্য হয়েছেন দলের কাছেই।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বিধায়ক নন। তিনি বিধানপরিষদ সদস্য। গোরক্ষপুরের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক অনেকদিনে। ১৯৯৮ সাল থেকে পাঁচ বার ওই কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। গোরক্ষনাথ মন্দিরের প্রধান পদে তিনি যা ২০১৪ সালে তাঁর পিতার মৃত্যুর পর গ্রহণ করেন।