ISL: ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির কাছে হার হজম করল এটিকে মোহনবাগান

রবিবার চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের ১৬ নম্বর ম‍্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan lost to Bengaluru FC

রবিবার চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের ১৬ নম্বর ম‍্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ম‍্যাচের শুরুথেকেই এটিকে মোহনবাগানের আক্রমণ বিভাগ মারাত্মক চাপ সৃষ্টি করে বেঙ্গালুরু এফসির রক্ষণ বিভাগে।

ম‍্যাচের ১৭ মিনিটের মাথায় সবুজ মেরুন ব্রিগেডের ফুটবলার আশিস রাই একটা দারুণ শট নেয়,সেই গোলমুখী শট কোনও ভাবে সামাল দেন বেঙ্গালুরু এফসির গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। অবশ্য আজকেও আইএসএলের রেফারির মান নিয়ে প্রশ্ন উঠছেই।দুটো নিশ্চিত হলুদ কার্ড বেঙ্গালুরু এফসিকে দেখানো হয়নি।লিগ আয়োজকদের এবিষয়ে বিশেষ নজরদারির প্রয়োজন আছে ।

এদিন এটিকে মোহনবাগানের রক্ষণ ভাগে বেশ কিছু ত্রুটি ধরা পড়েছিলো, তার সুযোগ নিয়ে আক্রমণ চালায় বেঙ্গালুরু এফসির ফুটবলাররা।খেলার প্রথমার্ধে বিশাল কায়েথ এবং আশিস রাই অসামান্য পারফরম্যান্স দিয়েছিলেন এটিকে মোহনবাগানের হয়ে। একাধিক গোল করার সুযোগ হাতছাড়া করেছিলো এটিকে মোহনবাগান। এর ফলে ম‍্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।

দ্বিতীয়ার্ধে আড়ষ্টতা কাটিয়ে ওঠার চেষ্টা করে বেঙ্গালুরু এফসি। ফলস্বরূপ ম‍্যাচের ৭৮ মিনিটে একটা অসামান্য গোল করে ব্রেন্ডন হ্যামিল গোল করে এগিয়ে দেয় বেঙ্গালুরু এফসিকে। এরপর ৯০ মিনিটের মাথায় গোল করে বেঙ্গালুরু এফসির হয়ে ব‍্যবধান বাড়ান রয় কৃষ্ণা।পরবর্তী সময়ে এটিকে মোহনবাগানের হয়ে একটা স্বান্তনা গোল করেন দিমিত্রি পেত্রাতোস। এর ফলে ঘরের মাঠে ২-১ গোলে হেরে বসলো এটিকে মোহনবাগান।