সোমবার লুকা মাজসেন (Luka Majcen) নিজের সোশ্যাল সাইটে পাঞ্জাব এফসির জার্সিতে নিজের বেশকিছু ছবি আপলোড করেন এই তারকা। যেখানে চোয়ালে ব্যান্ডেজ নিয়ে জিম সেশনে অংশগ্রহণ করতে দেখা যায় তাঁকে। যা নিঃসন্দেহে মন জয় করেছে সমর্থকদের। বর্তমানে লুকার মাঠে ফেরার অপেক্ষায় পাঞ্জাব এফসি।
মাঠে ফিরতে প্রস্তুত নিচ্ছেন লুকা মাজসেন
সোমবার লুকা মাজসেন (Luka Majcen) নিজের সোশ্যাল সাইটে পাঞ্জাব এফসির জার্সিতে নিজের বেশকিছু ছবি আপলোড করেন এই তারকা। যেখানে চোয়ালে ব্যান্ডেজ নিয়ে জিম সেশনে অংশগ্রহণ…