IPL: মায়াঙ্কের হাত ধরে ইতিহাস বদলাতে তৈরি পঞ্জাব কিংস

দরজায় কড়া নাড়ছে পঞ্চদশ আইপিএল (IPL)। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।…

দরজায় কড়া নাড়ছে পঞ্চদশ আইপিএল (IPL)। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। এবারই প্রথম ১০ দলের আইপিএল আয়োজন হতে চলেছে। তাছাড়া করোনা পরবর্তী যুগে ফের ভারতের মাটিতে এই ক্রোড়পতি লিগ নিয়ে এবারও যেন উত্তেজনার পারদটা একটু বেশিই। তাই মেগা লড়াই শুরুর আগে বরং বিচার করা যাক দলগুলি কেমন হয়েছে, তাদের শক্তি-দুর্বলতা। এই প্রতিবেদনে থাকল পঞ্জাব কিংস-এর চুলচেরা বিশ্লেষণ।

পুরো দল

   

ভারতীয় ব্রিগেড: মায়াঙ্ক আগরওয়াল, শিখর ধাওয়ান, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, ঋত্বিক চট্টোপাধ্যায়, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, প্রভসিমরন সিং, আর্শদীপ সিং, সন্দীপ শর্মা, রাহুল চাহার, বালতেজ সিং, ভৈভব আরোরা, ঈশান পোড়েল, জিতেশ শর্মা, প্রেরাক মানকড়, অথর্ব তাইদে, আনস প্যাটেল।

বিদেশি ব্রিগেড: ভানুকা রাজাপাক্ষে, লিয়াম লিভিংস্টোন, বেনি হোয়েল, ওডেন স্মিথ, জনি বেয়ারস্টো, কাগিসো রাবাদা, নাথান এলিস।

সাফল্যের খতিয়ান: সাফল্যের নিরিখে প্রতিযোগিতার দুর্বলতম দল বললেও চলে। আইপিএলের প্রথম সংস্করণে সেমিফাইনালে পৌঁছেছিল। আর ২০১৪ সালে ফাইনালে গিয়েও নাইট রাইডার্সের কাছে হেরে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল প্রীতি জিন্টার দলকে। এছাড়া বাকি ১২টি সংস্করণে গ্রপ পর্বের বাধা টপকাতে পারেনি পঞ্জাব কিংস।

শক্তি: টপ অর্ডার ব্যাটিং লাইনআপ সবথেকে বড় শক্তি পঞ্জাবের। লোকেশ রাহুলের পরিবর্তে ধাওয়ানকে এবার নিলামে দলে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া বেয়ারস্টো, লিভিংস্টোনদের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং শক্তি বাড়িয়েছে। মিডল অর্ডারে শাহরুখ খানের মতো বিগহিটারের পাশাপাশি অনূধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ রাজ বাওয়া নিজেকে প্রমাণ করতে মুখিয়ে থাকবে। স্পিন বিভাগে রবি বিষ্ণোইয়ের পরিবর্তে রাহুল চাহার যথার্থ। রাবাদা-সন্দীপ সম্বলিত পেস আক্রমণও সমীহ করার মতো।

দুর্বলতা: দলের মিডল অর্ডার সেভাবে পরীক্ষিত নয়। লিভিংস্টোন, শাহরুখ, রাজরা এই চ্যালেঞ্জ কীভাবে নেবেন, তার ওপর দলের সাফল্য অনেকাংশে নির্ভরশীল। ফলে মায়াঙ্ক, ধাওয়ান ও বেয়ারস্টোর ওপর বাড়তি চাপ পড়বে। প্রথম একাদশের খেলোয়াড়রা চোট পেলে উপযুক্ত ভারতীয় ক্রিকেটারের অভাব রয়েছে। স্পিন বিভাগে চাহারই ভরসা। এছাড়া কোনও বিকল্প নেই টিম ম্যানেজমেন্টের কাছে। সেইসঙ্গে অধিনায়ক হিসাবে মায়াঙ্কও পরীক্ষিত নন ভারতীয় ক্রিকেটে বা আইপিএলের মঞ্চে।

নজরে যাঁরা

মায়াঙ্ক আগরওয়াল: আইপিএলের মঞ্চে প্রথমবার অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলাবেন মায়াঙ্ক। সেই চাপ যেন তাঁর ব্যাটিংয়ে এসে না পড়ে, সেই প্রার্থনাই করবেন সমর্থকরা। 

লিয়াম লিভিংস্টোন: ইংল্যান্ডের এই অলরাউন্ডারকে নিলামে বড় অঙ্কের বিনিময়ে দলে টেনেছে পঞ্জাব। স্বাভাবিক ভাবেই লিভিংস্টোনকে ঘিরে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা থাকবে তুঙ্গে।

জনি বেয়ারস্টো: মারকুটে ব্যাটার হিসাবেই পরিচিত ইংল্যান্ডের এই উইকেটরক্ষক। বেয়ারস্টোকে স্বমেজাজে দেখতে মুখিয়ে রয়েছে পঞ্জাব ভক্তকুল।

রাজ বাওয়া: ভারতকে বিশ্বকাপ জেতানোর পিছনে বড় অবদান ছিল এই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারের। এবার আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণ করতে পারলেই, জাতীয় দলে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ চলে আসতে পারে রাজের সামনে। আর এই সুযোগের সদ্ব্যবহার করতে নিশ্চয়ই মুখিয়ে থাকবেন রাজ।

প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, শাহরুখ খান, লিয়াম লিভিংস্টোন, রাজ বাওয়া, ওডেন স্মিথ/ভানুকা রাজাপাক্ষে, আর্শদীপ সিং, সন্দীপ শর্মা, রাহুল চাহার, নাথান এলিস।