IPL : ভাঙা ব্যাট দিয়ে ক্রিকেট খেলতেন, জাহির খানের হাত ধরে এখন আইপিএল-এ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে শুরুটা দারুণ করেছেন তিলক বর্মা (Tilak Varma)। জাহির খান, মাহেলা জয়াবর্ধনের ভরসার মর্যাদা রাখছেন তিনি। তিলকের…

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে শুরুটা দারুণ করেছেন তিলক বর্মা (Tilak Varma)। জাহির খান, মাহেলা জয়াবর্ধনের ভরসার মর্যাদা রাখছেন তিনি। তিলকের উত্থান প্রেরণা যোগাবে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের থেকে উঠে আসা প্রতিভাদের।

তিলক বর্মার খেলা দীর্ঘ দিন ধরে লক্ষ্য করেছিলেন জাহির খান। তাঁর মধ্যে খেলার ইচ্ছা, প্রতিভা ইত্যাদি দেখার পরেই মেগা নিলাম থেকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ১.৭ কোটি টাকার বিনিময়ে তিলক এখন ক্রোড়পতি লিগের একজন।

   

ছেলেবেলায় বড় হয়েছিল আর্থিক অনটনের মধ্যে। তাঁর বাবা ছিলেন একজন ইলেকট্রিশিয়ান। সংসারের খরচ যোগানোর পর হাতে পড়ে থাকতো সামান্য টাকা। তাই দিয়েই চালিয়েছিলেন ছেলের ক্রিকেট অনুশীলন।

IPL
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগুনে ফর্মে তিলক বর্মা।

তিলক বর্মার কোচ সালাম ব্যাস এগিয়ে এসেছিলেন ছাত্রের স্বপ্ন পূরণ করতে। যাবতীয় খরচ তিনি তুলে নিয়েছিলেন নিজের কাঁধে।

‘আমার বাবাকে কখনও ‘ না ‘ বলতে শুনিনি। যখন যা প্রয়োজন হয়েছে তিনি দেওয়ার চেষ্টা করেছেন । কিন্তু অর্থ কষ্ট এক সময় আস্টেপৃষ্টে ধরেছিল। একবার আমার ব্যাট ভেঙে গিয়েছিল। নতুন ব্যাট কিনতে পারিনি। ভাঙা ব্যাটেই খেলছিলাম বেশ কিছুদিন ‘, বলেছেন তিলক বর্মা।

আইপিএল মেগা নিলামে নিজের বেস প্রাইস রেখেছিলেন ২০ লক্ষ টাকা। অকশন টেবিলে তাঁকে দলে নেওয়ার জন্য উঠেছিল বিডের পর বিড। সনোরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ঝাঁপিয়েছিল তাঁকে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত মুম্বাই জিতেছিল নিলামের লড়াইয়ে।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অনবদ্য খেলছিলেন তিলক। দলের প্রয়োজনে করেছিলেন ৩৩ বলে ৬১ রানের ইনিংস। মেরেছিলেন পাঁচটি ছয় এবং তিনটি চার। স্ট্রাইক রেট ১৮৪.৮৫।