বিদেশে খেলার শর্ত থাকলেও যাননি এই ফুটবল তারকা, চিনুন

হিরো ইন্ডিয়ান সুপার লিগের নতুন সিজনের কথা মাথায় অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দেয় প্রত্যেকটি ফুটবল দল। বাদ যায়নি শচীনের কেরালা দল। প্রথমদিকে…

Ishan Pandita, the Indian footballer, possibly signing for ATK Mohun Bagan

হিরো ইন্ডিয়ান সুপার লিগের নতুন সিজনের কথা মাথায় অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দেয় প্রত্যেকটি ফুটবল দল। বাদ যায়নি শচীনের কেরালা দল। প্রথমদিকে দল বদলের বাজার থেকে সকলকে চমকে দিয়ে তারা দলে টেনে নেয় বেঙ্গালুরু এফসি দলের অন্যতম তারকা ফুটবলার প্রবীর দাসকে। উল্লেখ্য, গত মরশুমে তাদের প্রতিপক্ষ দল তথা বেঙ্গালুরুর হয়ে মাঠ কাঁপালেও এই নতুন মরশুমে তিনি খেলছেন কেরালার জার্সিতে।

এছাড়াও এটিকে মোহনবাগান দলের অধিনায়ক প্রীতম কোটালকে ও সোয়াপ ডিলের মাধ্যমে দলে টেনে নেয় কেরালা ব্লাস্টার্স। যদিও সেক্ষেত্রে সাহাল আবদুল সামাদকে ছাড়তে হয় গতবারের এই আইএসএল জয়ী দলে। এছাড়াও মরশুম শুরু হওয়ার কিছু সময় আগেই আইএসএলের অন্যান্য দলগুলিকে টেক্কা দিয়ে তারা দলে টেনে নেয় দেশের দাপুটে ফরোয়ার্ড ইশান পন্ডিতাকে ছিনিয়ে নেয় ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স।

তবে শুধু ভারতীয় নয়, বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে ও যথেষ্ট চমক দেয় কেরল ম্যানেজমেন্ট। যাদের মধ্যে অন্যতম দুইজন হলেন ব্রুস কামাউ আর মিলোস।তবে এসবের মাঝেই এবার ইশান পন্ডিতাকে নিয়ে উঠে আসল এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এই দাপুটে ফুটবলারকে নাকি বিরাট অর্থের প্রস্তাব দিয়েছিল বারাণসীর ইন্টাকাশি ফুটবল দল। হ্যাঁ ঠিকই শুনছেন। জাতীয় দলের এই দাপুটে ফুটবলারকে দলে টানতে বধ্যপরিকর ছিল আইলিগের এই নয়া দল। যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে জানা গিয়েছে, শুধুমাত্র আর্থিক প্রস্তাব নয় ইন্টারকাশি থেকে মরশুম শেষে বিদেশে খেলতে পাঠানোর কথাও বলা হয়েছিল তাদের তরফে।

সেক্ষেত্রে ইন্টারকাশির সিস্টার ক্লাব ডিএসকালডেসের জার্সিতে খেলার ও হাতছানি ছিল ইশানের কাছে। সেক্ষেত্রে, প্রায় ১২টি গোল করতে হত আইলিগের একটি মরশুমে। তবে এতকিছু থাকার পরেও শেষ পর্যন্ত ইভান ভুকোমানোভিচের কেরালা দলে খেলতে রাজি হন এই দাপুটে তারকা। আদ্রিয়ান লুনার পাশাপাশি এবার তার দিকেই তাকিয়ে কেরলের ফুটবলপ্রেমী মানুষ।