Price Hike: জ্বালানির জালা অব্যাহত, বাজারে গেলেও খেতে হচ্ছে ছ্যাঁকা

বেড়েই চলেছে জ্বালানির দাম। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাল, ডাল, মাছ, সবজির দাম। মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। বাজারে গেলেই খেতে হচ্ছে ছ্যাঁকা। ক্রেতাদের আশঙ্কা,…

বেড়েই চলেছে জ্বালানির দাম। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাল, ডাল, মাছ, সবজির দাম। মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। বাজারে গেলেই খেতে হচ্ছে ছ্যাঁকা।

ক্রেতাদের আশঙ্কা, একটানা পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। জানা গিয়েছে, শাক-সবজির পাশাপাশি, খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা। অন্যদিকে সর্ষের তেল লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। সাদা তেলের দাম লিটারে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। মাংসের দামও হু হু করে বাড়ছে। মুরগির মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা দরে। ফলে সাধের চিকেন কিনতে গেলেই পকেটে টান পড়ছে সাধারণ মধ্যবিত্ত মানুষের।

এদিকে ১৩ দিনেও উর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম। ডিজেলের দাম ১০০ ছুঁইছুঁই। লিটারপ্রতি ৮৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১৩ টাকা ৩ পয়সা। লিটারে ৮০ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ৮২ পয়সা। এই নিয়ে ১৩ দিনে ১১ বার বাড়ল জ্বালানির দাম। মূল্যবৃদ্ধির জেরে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।