Andrew Symonds: সাইমন্ডসের মৃত্যুতে শোকার্ত আইপিএল

শ্যেন ওয়ার্নের পর অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds) মৃত্যুকে যেন কোনমতেই মেনে নিতে পারছেন না ক্রিকেট বিশ্ব। চলতি আইপিএলে রবিবারে ম্যাচে সাইমন্ডসকে শ্রদ্ধা জানাতেই কালো ব্যাজ…

IPL mourns Andrew Symonds death

শ্যেন ওয়ার্নের পর অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds) মৃত্যুকে যেন কোনমতেই মেনে নিতে পারছেন না ক্রিকেট বিশ্ব। চলতি আইপিএলে রবিবারে ম্যাচে সাইমন্ডসকে শ্রদ্ধা জানাতেই কালো ব্যাজ পড়ে মাঠে নামলেন ক্রিকেটাররা। চেন্নাই সুপারকিংস বনাম গুজরাট টাইটানসের ম্যাচে শ্রদ্ধা জানানো হল সাইমন্ডসকে। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা কালো ব্যাচ পড়ে মাঠে নামেন। এই আইপিএলে ডেকান চার্জার্স, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একটা সময় প্রতিনিধিত্ব করেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস।

\আইপিএলের নিজস্ব ট্যুইটার হ্যান্ডেলে চেন্নাই ম্যাচের একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে মাঠের জায়েন্ট স্ক্রিনে ফুটে উঠছে সাইমন্ডসের মুখ। চেন্নাই সুপারকিংস তাদের স্যোশাল নেটওয়ার্কিং সাইটেও সাইমন্ডসে শ্রদ্ধা জানিয়েছে। উল্লেখ্য, সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি ওয়ান ডে ও ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ১৪৬২, ওয়ান ডে ক্রিকেটে ৫০৮৮ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৩৩৭ রান সংগ্রহ করেন তিনি। তিন ফর্ম্যাট মিলিয়ে ১৬৫টি আন্তর্জাতিক উইকেট নেন সাইমন্ডস। মাঙ্কি গেট বিতর্ক ভুলে এই শোকের দিনে সাইমন্ডকে নিয়ে আবেগঘন ট্যুইট করেন হরভজন সিং।

অ্যান্ড্রু সাইমন্ডসের আচমকা মৃত্যুতে আমি বাকরুদ্ধ। বিশ্বাসই করতে পারছি না। খুব তাড়াতাড়ি চলে গেল ও। ওঁর বন্ধু আর আত্মীয় পরিজনকে জানাই আমার আন্তরিক সমবেদনা। ওঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। এই হরভজনের সঙ্গেই বিতর্কে জড়িয়েছিলেন সাইমন্ডস।২০০৮ সালে অস্ট্রেলিয়া ভারত ম্যাচে সাইমন্ডসের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন হরভজন। এই বিতর্কের পরে আইপিএলে অবশ্য একই দলে তাদের খেলতে দেখা গিয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সে সাইমন্ডসের সতীর্থ ছিলেন ভাজ্জি। তখন বন্ধুত্ব গাঢ় হয় দু জনের। আজ সাইমন্ডসের মৃত্যুতে শোকাহত প্রাক্তন ভারতীয় অফস্পিনার।