IPL : গিলের ঝড় আর ফার্গুসনের আগুনে পেসের সামনে আত্মসমর্পণ দিল্লির

ব্যাট হাতে শুভমন গিল। বল হাতে লকি ফার্গুসন। মূলত এই দুই তারকার সৌজন্যেই দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে চলতি আইপিএলের (IPL) দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে…

ব্যাট হাতে শুভমন গিল। বল হাতে লকি ফার্গুসন। মূলত এই দুই তারকার সৌজন্যেই দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে চলতি আইপিএলের (IPL) দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে নিল এবারের নয়া ফ্র্যাঞ্চাইজিত গুজরাট টাইটান্স। সেইসঙ্গে প্রথম ম্যাচ জিতলেও, এদিন মুখ থুবড়ে পড়ল দিল্লি ক্যাপিটালস।

টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। শুরুতে ম্যাথু ওয়েড (১), বিজয় শঙ্কর (১৩)-এর উইকেট হারালেও, শুভমন গিল ছিলেন এদিন নিজস্ব মেজাজে। প্রাথমিক ধাক্কা সামলাতে তাঁকে সঙ্গ দেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ২৭ বলে ৩১ রান করলেও, বিশ্বের যে কোনও বোলারের কাছে একসময়ের ত্রাস হার্দিককে এখনও চেনা ছন্দে পাওয়া গেল না। অন্যদিকে, গিল কিন্তু দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে গেলেন। দলকে টানলেন কার্যত একার কাঁধেই। মাত্র ৪৬ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে আউট হন পঞ্জাব তনয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট খুইয়ে ১৭১ রান তোলে টাইটান্সরা। কমলেশ নাগারকোটির পরিবর্তে দিল্লির জার্সিতে এদিন প্রথম নামলেন মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএল অভিযানটা দারুণ ভাবেই করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে তুলে নিলেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট। এছাড়া খলিল আহমেদ দুটি এবং কুলদীপ যাদব একটি উইকেট পান।

জবাবে লকি ফার্গুসনের আগুনে পেসের সামনে শুরু থেকেই ধস নামে দিল্লির ব্যাটিং লাইনআপে। চার নম্বরে নেমে পন্থ সর্বোচ্চ ৪৩ রান করেন। তবুও ললিত যাদব (২৫), রভম্যান পাওয়েল সৌজন্যে (২০) শেষে জয়ের একটা ক্ষীণ স্বপ্ন দেখছিল ক্যাপিটালসরা। কিন্তু মহম্মদ সামি এক ওভারে দুটি উইকেট তুলে নিয়ে তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৫৭ রানে থমকে যায় দিল্লির ইনিংস। কিউই পেসার ফার্গুসন একাই নেন চারটি উইকেট। সামির ঝুলিতে গিয়েছে দুই উইকেট। রশিদ খান ও হার্দিক একটি করে উইকেট পান।