IPL 2024: নারিনের দেখানো পথে আরসিবি-কে ধরাশায়ী করল আইয়ার ব্রাদার্স

কিছু জিনিস কখনও বদলায় না। যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সুনীল নারিন। ২৯ মার্চ ২০২৪ এর সন্ধ্যায় ফিরে এল ২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL…

Kolkata Knight Riders to Victory Against Royal Challengers Bengaluru

কিছু জিনিস কখনও বদলায় না। যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সুনীল নারিন। ২৯ মার্চ ২০২৪ এর সন্ধ্যায় ফিরে এল ২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) কথা। সে বছরেও আরসিবির বোলারদের বিরুদ্ধে দ্রুত গতিতে রান তুলেছিলেন সুনীল নারিন। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজকেও তাই। দশ ওভার হওয়ার আগেই কার্যত লেখা হয়ে গিয়েছিল ম্যাচের ললাট লিখন।

পরপর দুই ম্যাচে জিতল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় দিয়ে এবারের মরসুম শুরু করেছিল কেকেআর। দ্বিতীয় ম্যাচে নাইটদের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অসহায় আত্মসমর্পণ। প্রথমে ব্যাট করে ছয় উইকেটের বিনিময়ে ১৮২ রান করেছিল বেঙ্গালুরু। ইনিংসের প্রথম থেকে শেষ পর্যন্ত টিকে ছিলেন বিরাট কোহলি। তাড়াহুড়ো না করে দলের রানের চাকা এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি। ৫৯ বলে পরাজিত ৮৩ রানের ইনিংস খেলেছেন বিরাট। এদিনের ম্যাচে আরসিবির দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ক্যামেরুন গ্রিন (৩৩ রান)।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হার্ষিত রানা ও আন্দ্রে রাসেল। একটিও উইকেট নিতে পারেননি মিচেল স্টার্ক, ৪ ওভারে দিয়েছেন ৪৭ রান।

বল হাতে বিশেষ কিছু করতে না পারলেও ব্যাট হাতে আক্ষেপ মিটিয়ে দিয়েছেন সুনীল নারিন। ৪৭ রান করেছেন মাত্র ২২ বলে। মেরেছেন পাঁচটি ছয় ও দুটি চার। প্রথম উইকেটে ফিল সল্ট এর সঙ্গে গড়লেন ৮৬ রানের পার্টনারশিপ। নারিনের উইকেট পড়ার কিছুক্ষণের মধ্যেই আউট হন সল্ট। টার্গেট স্কোরে পৌঁছানোর জন্য বাকি কাজটুকু মসৃণভাবে করেছেন ভেঙ্কটেশ আইয়ার। ৩০ বলে করলেন ৫০ রান। মারলেন ৩ টে বাউন্ডারি, ৪ টে ওভার বাউন্ডারি।

ব্যাক টু ব্যাক জয়ের পাশাপাশি শ্রেয়স আইয়ারের রানে ফেরা কলকাতার জন্য স্বস্তির খবর। ভেঙ্কটেশ আউট হলেও মাঠে থেকে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (২৪ বলে ৩৯ রান)। ১৬.৫ ওভারে ম্যাচ জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।