এবার ম্যাচ ড্র। গত কয়েকদিন আগেই অ্যাডামাস ইউনাইটেডকে পরাজিত করে ইস্টজোন থেকে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। বলতে গেলে এক ম্যাচ বাকি থাকতেই এই জয় শিরোপা উঠে আসে তাদের মাথায়। যা নিয়ে স্বাভাবিকভাবেই খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে।
বলতে গেলে গতবারের ট্রেন্ড বজায় রেখেই এসেছে এই সাফল্য। তবে এবার বাকি ছিল একটি ম্যাচ। আজ সেই ম্যাচেই বারাকপুর স্টেডিয়ামে আইএসএলের দল জামশেদপুর এফসির মুখোমুখি হয়েছিল মশাল ব্রিগেডের ছোটরা। বলতে গেলে এই ম্যাচে পিছিয়ে থেকেও পয়েন্ট তুলে আনে ছেলেরা।
পুরো সময় শেষে ২-২ গোল শেষ হয়েছে খেলা। ইস্টবেঙ্গলের হয়ে দুইটি গোল করেন যথাক্রমে গুনরাজ এবং সুমন। বলতে গেলে তাদের এই দুইটি গোলেই ম্যাচে ফিরে আসে দল। বলাবাহুল্য, প্রথমার্ধের শেষে জামশেদপুরের দাপটে অনেকটাই পিছিয়ে পড়তে হয়েছিল বিনো জর্জের ছেলেদের। যা নিয়ে অনেকটাই চাপে ছিল সকলে। তবে ম্যাচের পরবর্তী ভাগে সময় যত এগিয়েছে ততই আক্রমণের তেজ বাড়িয়েছে ইস্টবেঙ্গল। সেখান থেকেই আসে দুইটি গোল। তবে দুটোই ম্যাচের অতিরিক্ত সময়। প্রথমে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান গুনরাজ।
তারপর ৯৫ মিনিটের মাথায় দ্বিতীয় গোল। এবার জাতীয় স্তরের লড়াই। গত মরশুমে রিলায়েন্স ইয়ং চ্যাম্পসের কাছে আটকে গিয়েই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল ইস্টবেঙ্গল দলকে। এবার ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ তাদের কাছে।