IPL 2022 : জাতীয় দলে ফেরার দাবি ক্রমে জোরালো হচ্ছে প্রাক্তন নাইট অধিনায়কের

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছেন তিনি। মুগ্ধ ক্রিকেট মহল। আবার ফিরিয়ে নেওয়া হোক জাতীয় দলে, দাবি ক্রিকেট সমর্থকদের…

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) নিজেকে যেন নতুন করে খুঁজে পেয়েছেন তিনি। মুগ্ধ ক্রিকেট মহল। আবার ফিরিয়ে নেওয়া হোক জাতীয় দলে, দাবি ক্রিকেট সমর্থকদের একাংশের। বিরাট কোহলিও (Virat Kohli) এ ব্যাপারে আশাবাদী।

দুরন্ত ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। চলতি টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলের ফিনিশার হিসেবে নামছেন ক্রিজে। এখনও পর্যন্ত তিনি আউট হয়েছেন একটি মাত্র ম্যাচে। স্ট্রাইক রেট দুশোর ওপরে। ছয় ইনিংসে করেছেন ১৯৭ রান। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৪ বলে করেছেন ৬৬ রান।

আইপিএল এর পক্ষ থেকে আয়োজিত এক কথোপকথনে বিরাট কোহলি বলেছেন, ‘আমার কাছে ও (দীনেশ কার্তিক) ম্যান অফ দ্যা টুর্নামেন্ট। ফর্ম ফিরে পেয়েছে দেখে খুবই ভালো লাগছে।’

দীনেশ কার্তিককে পাশে নিয়ে বিরাটের মন্তব্য, ‘এবিডি (এ বি ডি ভিলিয়ার্স) দক্ষিণ আফ্রিকায় বাড়ি বসে আমাদের ম্যাচ দেখছে। কার্তিকের ফর্ম দেখে নিশ্চই খুশি হয়েছে। আগে এবিডি ফিনিশারের কাজটা করতো। এখন কার্তিক… আমি এটুকু বলতে পারি তোমার ফর্ম নিশ্চই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। বিষয়টি শুধুমাত্র টি২০ কিংবা আরসিবি নয়, আরও বড় জায়গায় তুমি তোমার বার্তা পৌঁছে দিতে পেরেছো।’