ইস্টবেঙ্গল বাতিল স্টিফেন কনস্টান্টাইনের হাত ধরেই স্বপ্ন পূরণের পথে অভিজ্ঞ ফুটবলার

বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় লেগে ঘরের মাঠে কম্বোডিয়ার বিপক্ষে নামবে পাকিস্তান জাতীয় দল। আগামীকাল দুপুর আড়াইটে থেকে শুরু হবে ম্যাচে। প্রথম লেগের ম্যাচ গোলশূন্যভাবে শেষ…

Dreams Come True: Yusuf Butt's Journey Supported by Former East Bengal Coach Stephen Constantine

বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় লেগে ঘরের মাঠে কম্বোডিয়ার বিপক্ষে নামবে পাকিস্তান জাতীয় দল। আগামীকাল দুপুর আড়াইটে থেকে শুরু হবে ম্যাচে। প্রথম লেগের ম্যাচ গোলশূন্যভাবে শেষ করেছিল স্টিফেন কনস্টান্টাইনের (Stephen Constantine) প্রশিক্ষণে থাকা পাকিস্তানের জাতীয় ফুটবল দল।

স্টিফেন কনস্টান্টাইনের কোচিংয়ে প্রথম লেগে ০-০ গোলে ড্র করার পর পাকিস্তান এখন মঙ্গলবার জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ পেয়েছে। দ্বিতীয় লেগের খেলায় জন্য ফ্যালকনদের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করছে বলে জানা গিয়েছে। জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে প্রথমবারের মতো দলের অন্যতম প্রবীণ সদস্য মাঠে নামতে পারেন।

২০১২ সালে সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হওয়ার পর ইউসুফ বাট এখনো ঘরের মাঠে ভক্তদের সামনে খেলার সুযোগ পাননি। ২০১৪ সালের এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাইপর্ব, সাফ চ্যাম্পিয়নশিপ এবং ২০১৩ ফিলিপাইন পিস কাপের মতো বেশ কয়েকটি প্রতিযোগিতায় পাকিস্তানের হয়ে ২২ টি ম্যাচ খেললেও ইউসুফ কখনও ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা লাভ করতে পারেননি। ডেনমার্কে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা ইউসুফ বাট খেলেন পাকিস্তানের জাতীয় দলের হয়ে। পাক বংশদ্ভুত এই খেলোয়াড়কে জাতীয় দলে সুযোগ দিয়েছে পাকিস্তানের ফুটবল নিয়ামক বোর্ড।

ক্লাব ক্যারিয়ার জুড়ে ইউসুফ সর্বদা ডেনমার্কে খেলেছেন। ডেনমার্কের প্রথম এবং দ্বিতীয় সারির বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। ইউসুফ দ্বিতীয় বিভাগের ক্লাব বিকে গ্লোস্ট্রুপ অ্যালবার্টসলুন্ডের অধিনায়কও ছিলেন এবং দলের হয়ে মোট ৯২ টি ম্যাচ খেলেছেন। এই কিপার বর্তমানে ইশোজ আইএফ-এর হয়ে খেলছেন।