IPL 2022 : ধাওয়ান-মায়াঙ্কের দুরন্ত ব্যাটিং, এখনও জয় অধরা মুম্বই ইন্ডিয়ান্সের

পাঁচ ম্যাচ শেষেও জয়ের দেখা পেল না মুম্বই ইন্ডিয়ান্স।  পাঁচবারের আইপিএল (IPL 2022 )চ্যাম্পিয়ন, টুর্নামেন্টের সফলতম দল রোহিত ব্রিগেডের এবার গ্রপ পর্ব ছেকে বিদায় নেওয়ার সম্ভাবনা…

unjab Kings beat Mumbai Indians

short-samachar

পাঁচ ম্যাচ শেষেও জয়ের দেখা পেল না মুম্বই ইন্ডিয়ান্স।  পাঁচবারের আইপিএল (IPL 2022 )চ্যাম্পিয়ন, টুর্নামেন্টের সফলতম দল রোহিত ব্রিগেডের এবার গ্রপ পর্ব ছেকে বিদায় নেওয়ার সম্ভাবনা যেন আরও প্রকট হল। বুধবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১২ রানে হারল মুম্বই।

   

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে পঞ্জাব কিংস। শুরুটা দারুণ করেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল এবং শিখর ধাওয়ান। চলতি আইপিএলে একেবারেই ছন্দে ছিলেন না মায়াঙ্ক। এদিন অবশ্য রানে ফিরলেন তিনি। তুলে নিলেন এবারের প্রথম অর্ধশতরান। মাত্র ৩২ বলে ৫২ করে ফেরেন পঞ্জাব অধিনায়ক। ধাওয়ান প্রতি ম্যাচেই ক্রিজে সেট হয়ে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসছিলেন। এদিন অবশ্য তা করেননি। ৫০ বলে ৭০ রান করে দলকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়ে যান গব্বর। মিডল অর্ডারে তরুণ জিতেশ শর্মা ১৫ বলে ঝোড়ো ৩০ রান করে অপরাজিত থাকেন।

জবাবে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা মোটেও ভালো হয়নি। ফর্মে ঈশান কিষাণ (৩), অধিনায়ক রোহিত শর্মা (২৮)- কেউই সেভাবে নজর কাড়তে পারেননি। তিন নম্বরে নেমে ডিওয়াল্ড ব্রেভিচ অবশ্য দারুণ ইনিংস খেলেন। মাত্র ২৫ বলে ৪৯ করে মুম্বইকে জয়ের স্বপ্ন দেখান তিনি। চলতি প্রতিযোগিতার অন্যতম সেরা আবিষ্কার তিলক বর্মাও দারুণ ছন্দে ছিলেন। ২০ বলে ৩৬ রান করে দুর্ভাগ্যবশত রান আউটের কবলে পড়েন তিনি। সূর্যকুমার যথারীতি ছিলেন স্বমহিমায়। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ৩০ বলে ৪৩ রান করে আউট হন সূর্য। আর এই ডানহাতি ফিরতেই জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় আইপিএলের সফলতম দলের। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট খুইয়ে ১৮৬ রানে থমকে যায় মুম্বইয়ের ইনিংস।