IPL 2022 : ওপরের দিকে উঠল কেকেআর

কলকাতা নাইট রাইডার্স: ১৭৭/৬ (২০ ওভার) সানরাইজার্স হায়দরাবাদ: ১২৩/৮ (২০ ওভার) পরপর দুই ম্যাচে জয়। যার ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) ক্রম তালিকায় কিছুটা…

কলকাতা নাইট রাইডার্স: ১৭৭/৬ (২০ ওভার)

সানরাইজার্স হায়দরাবাদ: ১২৩/৮ (২০ ওভার)

পরপর দুই ম্যাচে জয়। যার ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) ক্রম তালিকায় কিছুটা ওপরের দিকে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। শনিবার তারা হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুটা দারুণ কিছু না হলেও শেষ পর্যন্ত লড়াই করার মতো রান তুলতে পেরেছিল দল। টপ এবং মিডল অর্ডারে মিলিত প্রয়াসে উল্লেখযোগ্য রান যোগ করেছিলেন অজিঙ্কা রাহানে (২৮ রান), নীতিশ রানা (২৬ রান), স্যাম বিলিংস (৩৪ রান)।

ম্যাচের ভাগ্য নির্ধারক ক্রিকেটটা খেলেছেন আন্দ্রে রাসেল। সাত নম্বরে নেমে ২৮ বলে করলেন পরাজিত ৪৯ রান। মেরেছেন চারটি ছয় এবং তিনটি চার। বল হাতেও মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে এদিন উজ্জ্বল ক্যারিবিয়ান তারকা। চার ওভার হাত ঘুরিয়ে নিয়েছেন তিন উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কলকাতার তুলনায় শুরুটা ভালো করেছিল হায়দরাবাদ। তবে নাইট বোলারদের দলগত পারফরম্যান্স শেষ পর্যন্ত খুব বড় রান কাউকেই করতে দেয়নি। সানদের হয়ে ওপেনার অভিষেক শর্মা করেছেন ৪৩ রান এবং মার্করাম করেছেন ৩২ রান।

কলকাতা নাইট রাইডার্সের ব্যাক টু ব্যাক জয়। এর ফলে ক্রম তালিকায় ছয় নম্বরে উঠে এসেছে তারা। তেরো ম্যাচে প্রাপ্ত পয়েন্ট বারো।