East Bengal : জামশেদপুরে খেলা বঙ্গ তনয়কে ‘মোটা টাকার প্রস্তাব’ ইস্টবেঙ্গলের

জিতেন্দ্র সিং-কে নিয়ে চলছে দড়ি টানাটানি খেলা। দলবদলের বাজারে ভারতের একাধিক ক্লাব তাঁকে দলে নিতে চাইছে। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবও দৌড়ে রয়েছে বলে জানা গিয়েছে।…

জিতেন্দ্র সিং-কে নিয়ে চলছে দড়ি টানাটানি খেলা। দলবদলের বাজারে ভারতের একাধিক ক্লাব তাঁকে দলে নিতে চাইছে। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবও দৌড়ে রয়েছে বলে জানা গিয়েছে। চেষ্টা চালাচ্ছে জামশেদপুর ফুটবল ক্লাব।

ভারতীয় ফুটবলের অন্যতম উদীয়মান ফুটবলার জিতেন্দ্র সিং। মাত্র কুড়ি বছর বয়সে ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন তিনি। কলকাতার ফুটবলার। উত্থান সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার এলিট অ্যাকাডেমি থেকে। খেলেছেন ভারতের অনূর্ধ্ব সতেরো এবং কুড়ি দলের হয়ে। অনূর্ধ্ব সতেরো দলের হয়ে প্রায় তিরিশটি ম্যাচ খেলেছেন।

   

আরও পড়ুন: East Bengal : জামশেদপুরে খেলা ফুটবলার এবার ইস্টবেঙ্গলে

ইন্ডিয়ান সুপার লিগের জামশেদপুর ফুটবল ক্লাবের হয়ে তিরিশের বেশি ম্যাচে মাঠে নেমেছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার ব্যাক দুই পজিশনেই খেলতে অভ্যস্ত। পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চির এই বঙ্গ তনয়কে দলে নেওয়ার জন্য ভারতের একাধিক ক্লাব মুখিয়ে রয়েছে বলে শোনা যাচ্ছে।

ফুটবল মহলে কানাঘুষো, জিতেন্দ্রকে দলে টানার জন্য মোটা টাকার প্রস্তাব দিয়েছে ইস্টবেঙ্গল। এছাড়াও রয়েছে অন্যান্য ক্লাব। জামশেদপুরও চাইছে জিতেন্দ্র ধরে রাখতে।