IPL 2022
Gujarat Titans: ১৯২/৪
Rajasthan Royals: ১৫৫/৯
হারের হতাশা ভুলে জয়ের সরণীতে গুজরাট টাইটান্স। বৃহষ্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রম তালিকায় থাকা এক নম্বর দলকে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। তাঁরাই এখন লিগ টেবলের শীর্ষে।
আরও পড়ুন: IPL 2022 : প্রথম একাদশের বাইরে হার্দিকের গালমন্দ শোনা ক্রিকেটার
নবি মুম্বাইয়ে প্রথমে ব্যাট করেছিল গুজরাট। বড় রান করতে পারেননি ব্যাটিং লাইন আপের প্রথম তিন ব্যাটসম্যান। দলের হাল ধরেছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৫২ বলে ৮৭ রান করে তিনি অপরাজিত। গত ম্যাচে দল হারলেও রানের মধ্যে ছিলেন তিনি। তবে প্রশ্নের মুখে পড়েছিল তাঁর স্ট্রাইক রেট। পরাজয়ের কারণ হিসেবে অনেকেই কাঠগড়ায় তুলেছিলেন টিম ক্যাপ্টেনকে। এদিন অবশ্য এমন অভিযোগ ওঠার জায়গা দেননি তিনি।
হার্দিককে যোগ্য সঙ্গত দিয়েছিলেন দলের বিস্ময় প্রতিভা অভিনব মনোহর। ২৮ বলে ৪৩ রান করেছেন তিনি। ১৪ বলের দুরন্ত ক্যামিও মিলারের। ১৪ বলে ৩১ রান।
আরও পড়ুন: IPL 2022: আগুন ঝরালেন সামি, তেওয়াটিয়ার মারাকাটারি ব্যাটিংয়ে ভর করে জিতল গুজরাট
রাজস্থান রয়্যালসের হয়ে শুরুটা দারুণ করেছিলেন জস বাটলার। ২৪ বলে ৫৪ রান করে বড় জয় পাওয়ার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন তিনি। কিন্তু কাজের কাজটি করতে পারেননি দলের বাকিরা।
গুজরাটের হয়ে লকি ফার্গুসন এবং যশ দয়াল নিয়েছেন তিনটি করে উইকেট।