IPL 2022 : প্রথম একাদশের বাইরে হার্দিকের গালমন্দ শোনা ক্রিকেটার

গত ম্যাচে (IPL 2022) মেজাজ হারিয়েছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। দুই ক্রিকেটারের প্রতি মুখ খারাপ করেছিলেন বলে অভিযোগ ছিল। যার মধ্যে একজন নেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (Gujarat Titans vs Rajasthan Royals) ম্যাচে।

সোমবার গুজরাট টাইটানসের ম্যাচ ছিল সানরাইজজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। লড়াই করেও হেরে গিয়েছে গুজরাটের ফ্র্যাঞ্চাইজি দলটি। হার্দিক পান্ডিয়া করেছিলেন অর্ধশতরান। ৪২ বলে অপরাজিত ৫০ করেছিলেন তিনি। নির্ধারিত কুড়ি ওভারে দলের স্কোর ১৬২/৭।

   

মহম্মদ শামিকেও কটূ-কথা শুনতে হয়েছে বলে মনে করা হচ্ছে। একটি ক্ষেত্রে তিনি ক্যাচ নিতে গড়িময়সী করেছিলেন মনে পান্ডিয়ার ধারণা। তাই নিজের দলের স্পিড স্টারকে মাঠেই কথা শোনাতে দু’বার ভাবেননি ক্যাপ্টেন। অন্য একটি ঘটনায় হার্দিকের শব্দবানের শিকার ভারতীয় উদীয়মান ক্রিকেটার সাই সুদর্শন। হার্দিকের মনে হয়েছিল সুদর্শনের গাফিলতির জন্য এক রান অতিরিক্ত নিয়ে ফেলেছেন হায়দরাবাদের ব্যাটসম্যানরা। তাই তাঁকেও ‘দাওয়াই’। এদিন রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে ছিলেন না সাই সুদর্শন।

হার্দিকের আচরণ নিয়ে প্রশ্ন থাকলেও তিনি এদিনও ভালো খেললেন। প্রথমে ব্যাট করে ৫২ বলে ৮৭ রানে তিনি অপরাজিত থেকেছে। নির্ধারিত কুড়ি ওভার ব্যাট করে গুজরাট করেছে ১৯২/৪।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন