Bangladesh: বাংলা নববর্ষে ভয়াবহ বিস্ফোরণ মামলা, ২১ বছর পর হুজি জঙ্গি ধৃত

বাংলাদেশে (Bangladesh) একুশ বছর আগে ২০০১ সালে হয়েছিল নাশকতা। বাংলা বর্ষবরণের দিনে ঢাকার রমনা বটমূল প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সেই নাশকতার মামলায় পলাতক হুজি-বি জঙ্গিকে গ্রেফতার…

Bangladesh dhaka Ramna Batamul bombing case

বাংলাদেশে (Bangladesh) একুশ বছর আগে ২০০১ সালে হয়েছিল নাশকতা। বাংলা বর্ষবরণের দিনে ঢাকার রমনা বটমূল প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সেই নাশকতার মামলায় পলাতক হুজি-বি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। কাকতালীয়ভাবে এই জঙ্গি বাংলা বর্ষবরণের দিনই ধরা পড়েছে। টানা দু দশক পলাতক ছিল।

ঢাকার রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় পলাতক জঙ্গি মুফতি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে বাংলাদেশ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এই জঙ্গির বিরুদ্ধে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার অভিযোগ রয়েছে। সেই নাশকতায় তৎকালীন বিরোধী নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের ষড়যন্ত্র করেছিল হুজি। সেই মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শফিকুল।

২০০১ সালের ১৪ এপ্রিল (১৪০৮ বঙ্গাব্দের ১ বৈশাখ) ভোরে ঢাকার রমনা উদ্যানের বটমূলে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান স্থলে দুটি বোমা পুঁতে রাখা হয়েছিল। পরে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। বর্ষবরণের অনুষ্ঠান চলাকালীন সকাল ৮টা ৫ মিনিটে একটি ও ১০টা ১৫ মিনিটের পর অন্য বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ওই নাশকতায় মারা যান ১০ জন। আহত হন অনেকে।

এই নাশকতার ঘটনায় হুজি জঙ্গি নেতা মুফতি হান্নান সহ ১৪ জনকে আসামি করা হয়। তদন্তে উঠে আসে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান ‘ইসলামবিরোধী’ বিবেচনা করে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়েছিল।