Canadian Leader: ‘মোদী সরকারের আমলে সংখ্যালঘু উপর নির্যাতন বাড়ছে’

নরেন্দ্র মোদী সরকারের (Modi Govt) কাজে ক্রমশই আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পড়েছে দেশের। সম্প্রতি রামনবমীকে কেন্দ্র করে দেশের বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে হিংসার ঘটনা ঘটতে দেখা…

Jagmeet Singh,

নরেন্দ্র মোদী সরকারের (Modi Govt) কাজে ক্রমশই আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ পড়েছে দেশের। সম্প্রতি রামনবমীকে কেন্দ্র করে দেশের বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে হিংসার ঘটনা ঘটতে দেখা গিয়েছে। কিছু কিছু জায়গায় অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। এই ঘটনার তীব্র নিন্দা করলেন কানাডার ডেমোক্র্যাটিক পার্টির (Canadian Leader) নেতা জগমিৎ সিং (Jagmeet Singh)।

কানাডার এই ডেমোক্র্যাট নেতা সাফ জানালেন, মোদী সরকারের আমলে ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ক্রমশই বাড়ছে। কোনও সরকারের এভাবে মুসলিম বিরোধী হয়ে ওঠা একেবারেই উচিত নয়।

   

জগমিৎ ট্যুইট করেছেন, ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে প্রকাশ হওয়া ছবি ও ভিডিও দেখে তিনি যথেষ্টই উদ্বেগে রয়েছেন। মোদী সরকারের উচিত এ ধরনের মুসলিম বিরোধী মানসিকতা ঝেড়ে ফেলা প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত করা। কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের আমলে ভারতে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়।

উল্লেখ্য কানাডার আগে ভারতের মানবাধিকার লংঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, ভারতে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। ওই সব ঘটনার দিকে সতর্ক দৃষ্টি রাখছে ওয়াশিংটন। ভারতের বেশকিছু সরকারি আধিকারিক, পুলিশ ও কারা আধিকারিকরা এই মানবাধিকার লংঘন করে চলেছেন।

অভিযোগ উঠছে, ভোটব্যাঙ্কের রাজনীতির করতে গিয়েই নরেন্দ্র মোদী সরকার এ ধরনের মুসলিম বিরোধী কার্যকলাপকে প্রশ্রয় দিয়ে চলেছে। কিন্তু এর ফলে আখেরে আন্তর্জাতিক দুনিয়ায় ভারতকেই নিন্দার মুখে পড়তে হচ্ছে।