IPL 2022 : উথাপ্পা-দুবের দাপটে যাত্রা শুরু চেন্নাই এক্সপ্রেসের

IPL 2022 : বাইশগজে রীতিমতো তাণ্ডব করলেন রবিন উথাপ্পা এবং শিভম দুবে। প্রথম চার ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। এদিন তাই আরসিবির…

IPL 2022 : বাইশগজে রীতিমতো তাণ্ডব করলেন রবিন উথাপ্পা এবং শিভম দুবে। প্রথম চার ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। এদিন তাই আরসিবির বিরুদ্ধে জিততে মরিয়া ছিল সিএসকে (CSK vs RCB)। ২৩ রানে আরসিবিকে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় তুলে নিল সিএসকে। আরসিবির স্টেশন থেকে যাত্রা শুরু করল চেন্নাই এক্সপ্রেস।

টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান ফাফ ডু প্লেসি। সিএসকে ওপেনার রুতুরাজ গায়কোয়াডের অফফর্ম অব্যাহত। এদিন রান পেলেন না তিনি। তিন নম্বরে নেমে ভুল বোঝাবুঝির জেরে রানআউট হয়ে সাজঘরে ফেরেন মইন আলি। দ্রুত দুই উইকেট খুইয়ে চাপে পড়ে যায় সিএসকে। কিন্তু এরপরই ঝড় তোলেন উথাপ্পা-দুবে জুটি। আরসিবির কোনও বোলারকেই রেয়াত করেননি তাঁরা। ১৬৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন এই দুই ব্যাটার। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশ্রণে কী ভয়ঙ্কর পরিণতি হয়, তা এদিন দেখালেন উথাপ্পা-দুবে। এমনিতেই চলতি আইপিএলে শুরু থেকে দারুণ খেলছেন উথাপ্পা। এদিন অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন তিনি। ৫০ বলে ৮৮ রান করে ফেরার আগে দলকে রানের পাহাড় গড়ে দিলেন।

দুবেকে অবশ্য শেষ পর্যন্ত প্যাভিলিয়নের পথ দেখাতে পারেননি আরসিবি বোলাররা। ৪৬ বলে ৯৫ রান করে অপরাজিত থাকেন তিনি। শতরানের একেবারে দোরগোড়া থেকে ফিরে আসেন এই তরুণ বাঁহাতি অলরাউন্ডার। আরসিবির হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন হাসারাঙ্গা।

জবাবে শুরুতেই ব্যাটিং ধসের কবলে পড়ে আরসিবি। দুই ওপেনার ফাফ এবং অনুজ রাওয়াতের সঙ্গে বিরাট কোহলিও দ্রুত ফিরে যান। ম্যাক্সওয়েল (১১ বলে ২৬ রান) একটা ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করেন। কিন্তু ম্যাক্সি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাঁকে ফেরান জাদেজা। এরপর অভিষিক্ত সুয়াস প্রভুদেশাই এবং শাহবাজ আহমেদ টানতে থাকেন দলকে। দুই তরুণের ব্যাটে জয়ের ক্ষীণ আশা দেখতে পায় আরসিবি। ১৮ বলে ৩৪ রান করে অভিষেক ম্যাচেই নজর কাড়েন প্রভুদেশাই। ২৭ বলে ৪১ রান করেন বাংলার অলরাউন্ডার শাহবাজ। শেষ দিকে দীনেশ কার্তিক একটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। মাত্র ১৪ বলে ৩৪ রান করেন তিনি। ব্র্যাভোকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইন ক্যাচ দিয়ে কার্তিক ফেরার পরই আরসিবির হার নিশ্চিত হয়ে যায়।

সিএসকের হয়ে দুরন্ত বোলিং করেন শ্রীলঙ্কার স্পিনার মহেশ থিকসানা। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৪টি মূল্যবান উইকেট ঝুলিতে পোরেন তিনি। এছাড়া অধিনায়ক জাদেজা নেন তিনটি উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯৩ রানে থমকে যায় আরসিবির ইনিংস।