Sports News : মা-বাবা ঘাম ঝরান চাষের মাঠে, বিশ্বকাপে দুরন্ত খেললেন মেয়ে

Sports News : মহিলাদের জুনিয়র হকি বিশ্বকাপে (FIH Hockey Women’s Junior World Cup) অল্পের জন্য পদক হাতছাড়া করেছে ভারত। মঙ্গলবার ব্রোঞ্জ পদকের জন্য টিম ইন্ডিয়ার…

Sports News : মহিলাদের জুনিয়র হকি বিশ্বকাপে (FIH Hockey Women’s Junior World Cup) অল্পের জন্য পদক হাতছাড়া করেছে ভারত। মঙ্গলবার ব্রোঞ্জ পদকের জন্য টিম ইন্ডিয়ার ম্যাচ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচের ফয়সালা হয়েছে টাই-ব্রেকারে।

 

ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারতে হয়েছে ভারতকে। পদক হয়েছে হাতছাড়া। মেডেল জিতলে ক্রীড়া প্রেমীরা অনেক দিন মনে রাখতেন এই ম্যাচ। স্কোরবোর্ড স্মরণীয় না হলেও দলের কিছু খেলোয়াড় আগেই আইকন হয়ে উঠেছেন আগামী দিনের খেলোয়াড়দের কাছে। যার মধ্যে অন্যতম সঙ্গীতা কুমারী।

ঝাড়খণ্ডের সিমডেগা জেলার এক গ্রাম থেকে উঠে এসেছেন সঙ্গীতা। মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। হকির প্রতি প্রেম গ্রামবাসীদের অনেকের মনে। অতীতে সিমডেগা থেকে জাতীয় স্তরে উঠে এসেছিলেন একাধিক তারকা।

একুশ বছর বয়সী সঙ্গীতা বড় হয়েছেন দারিদ্রের সঙ্গে পাঞ্জা লড়ে। মা-বাবা ঘাম ঝরান চাষের মাঠে। হকি স্টিক কিনে দেওয়ার মতো সামর্থ তাঁদের ছিল না তখন। বাঁশ দিয়েই তৈরি করে নেওয়া হতো স্টিক। কাঠের মণ্ড হতো বল। তাই নিয়েই চলতো খেলা।

ঝাড়খণ্ডে আকাশের দিকে তাকিয়ে সঙ্গীতার মা বাবা। বৃষ্টির আশায় প্রহর গুনছেন। ভালো বৃষ্টি হলে ফলন ভালো হবে। পেট চলবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় পদক জয়ের জন্য মেয়ের লড়াই। টেলিভিশনে ম্যাচ দেখেন সঙ্গীতার বাড়ির লোক। গ্রামবাসীরাও আশা করেছিলেন মেয়ে ঠিক পদক জিতে গ্রামে ফিরবে। এবারের মতো এই আশা অবশ্য পূরণ হয়নি। তবে আন্তর্জাতিক স্তরে দাগ কেটে দিয়েছেন তিনি।