চোটের কারণে দলের সঙ্গে গেলেন না বাগানের দুই ফুটবলার

গত কয়েকদিন আগেই এএফসি কাপের দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে সার্জিও লোবেরার ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। প্রথমদিকে হুগো বুমোসের…

Mohun Bagan

গত কয়েকদিন আগেই এএফসি কাপের দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে সার্জিও লোবেরার ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। প্রথমদিকে হুগো বুমোসের করা গোলে ঘরের মাঠে মেরিনার্সরা এগিয়ে থাকলেও পরবর্তীতে তা আর ধরে রাখা সম্ভব হয়নি। রয় কৃষ্ণা থেকে শুরু করে দিয়াগো মরিসিওর মতো একের পর এক ফুটবলারদের আক্রমণে কার্যত নাস্তানাবুদ হতে হয়েছে মোহনবাগান দলকে। যারফলে নিজেদের ঘরের মাঠেই বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে শুভাশিস বসুদের। তবে সেখানেই শেষ নয়। এই ম্যাচে পরাজিত হওয়ার দরুণ এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে মেরিনার্সদের। যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছে সকলের মধ্যে।

এবার সেখান থেকে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য সবুজ-মেরুনের। এএফসি কাপের ক্ষেত্রে গতবছর ইন্টারজোনাল সেমিফাইনাল পর্যন্ত গেলেও এবছর আরো শক্তিশালী দল নিয়ে ও গ্রুপ পর্বের গন্ডি টপকাতে পারেনি কলকাতা ময়দানের এই প্রধান। তবে এখন এসব ভুলে আইএসএলের লিগ শিল্ড জয়ের দিকেই বাড়তি নজর দিতে চাইছেন ফেরেন্দো।

তাহলে পরবর্তীতে চ্যাম্পিয়নস লিগের দরজা খুলে যেতে পারে বাগান ব্রিগেডের। কিন্তু লড়াইটা যে এত সোজা হবে না তা আন্দাজ করাই যায়। গত দুই ম্যাচের পরাজয় ভুলে এখন দলকে চাঙ্গা করাই অন্যতম উদ্দেশ্য বাগানের হেড স্যারের। তাই এক্ষেত্রে ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা নিয়েছেন ফেরেন্দো। সেইমতো গত কয়েকদিন ক্লাবের মাঠে অনুশীলন ও করিয়েছেন গোটা দলকে।

তবে সমস্যা হল চোটের কারনে দলে থাকছেন না দুই ভরসাযোগ্য ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন অজি তারকা দিমিত্রি পেট্রাতোস ও ভারতীয় উইঙ্গার মনবীর। উল্লেখ্য, এই চোটের কারনেই গত দুই ম্যাচ দলের একাদশে রাখা হয়নি দিমিত্রিকে। যার প্রভাব ও দেখা দিয়েছে প্রবলভাবে। অন্যদিকে, মনবীরের জ্বরের পাশাপাশি হাল্কা চোটের সমস্যা যথেষ্ট চাপে রাখছে বাগান ব্রিগেডকে। তাই কোনো বাড়তি ঝুঁকি না নিয়ে তাদের শহরে রেখেই অ্যাওয়ে ম্যাচ খেলতে দল নিয়ে ওডিশা উড়ে গিয়েছে সবুজ-মেরুনসবুজ-মেরুন কোচ।