Coal Scam: কয়লা কেলেঙ্কারি তদন্তে সিবিআই নজরে মন্ত্রী মলয় ঘটকের অ্যাকাউন্ট

এবার মন্ত্রী মলয় ঘটকের আয় ব্যায়ের উপর নজর সিবিআইয়ের। মন্ত্রী এবং তার পরিবারের সকল সদস্যর নথি তলব করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে।কয়লা কেলেঙ্কারি তদন্তের  (coal…

এবার মন্ত্রী মলয় ঘটকের আয় ব্যায়ের উপর নজর সিবিআইয়ের। মন্ত্রী এবং তার পরিবারের সকল সদস্যর নথি তলব করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে।কয়লা কেলেঙ্কারি তদন্তের  (coal scam)  জন্য নথি নিয়ে  মলয় ঘটককে নিজামে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

কয়লা পাচার কান্ডে নির্দিষ্ট বেসরকারি ব্যাঙ্ক থেকে নথি চাওয়া হয়েছে। মলয় ঘটক এবং তার পরিবারের যে সকল নথি রয়েছে সে সব নথি নিয়ে যেন নিজাম প্যালেসে হাজির হয়। এর আগেও সিবিআইমলয় ঘটককে একাধিকবার তলব করে। তার বাড়ি সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে বহু নথি পত্র পাওয়া যায়।

এবার সিবিআই মনে করছে মলয় এবং তার পরিবারের সদস্যদের যে নির্দিষ্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য মিলতে পারে। ওই ব্যাঙ্কের মাধ্যমে যে আর্থিক লেনদেন রয়েছে তার যাবতীয় নথি চেয়ে এক ব্যাঙ্ক আধিকারিককে ডাকেন সিবিআই।

কয়লা পাচার কান্ডে এর আগে ১২ বার মলয় ঘটককে তলব করে ইডি। তাকে দিল্লিতেও ডেকে পাঠানো হয়। তবে ১১ বার ডাকে সাড়া না দিয়ে ১২ বারের বার তিনি ইডির ডাকে সাড়া দেয়। এবার ফের সিবিআইয়ের সাঁড়াশি চাপের মুখে মলয় ঘটক। যা নিয়ে রাজ্যরাজনীতিতে তৈরি হয়েছে এক চাপানউতোর।