Devdutt Padikkal: ফের চোটের কারণে পঞ্চম টেস্টে টিম ইন্ডিয়ায় নতুন ক্রিকেটার

devdutt padikkal

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার আরও একজন ক্রিকেটারের অভিষেক হল। দেবদূত পাড়িক্কলকে (Devdutt Padikkal) ধর্মশালায় চূড়ান্ত ম্যাচের জন্য প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা হয়েছে। রজত পতিদারের বদলে প্রথম একাদশে নেওয়া হয়েছে তাঁকে।

জাতীয় দলের হয়ে রবিচন্দ্রন অশ্বিনের শততম টেস্টে খেলতে নামছেন কর্ণাটকের এই ব্যাটসম্যান। চলতি সিরিজেই অভিষেক হয়েছিল ব্যাটসম্যান রজত পতিদারের। কিন্তু তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি, তিন টেস্টে ব্যর্থ হয়েছেন। পাতিদার ছয় ইনিংসে মাত্র ৬৩ রান করতে পরেছেন। তবে রজতকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার অন্য কারণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে বিসিসিআই জানিয়েছে, চোটের কারণে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচ খেলতে পারবেন না রজত পতিদার।

   

প্রত্যাশা মতোই রোহিত শর্মা দুই পেসার নিয়ে মাঠে নেমেছেন। জসপ্রীত বুমরাহ ফিরে এসে মহম্মদ সিরাজের সাথে প্লেয়িং ইলেভেনে যোগ দিয়েছেন। তিন স্পিনার অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব সামলাচ্ছেন স্পিন বিভাগের দায়িত্ব। অন্যদিকে সরফরাজ খান ও ধ্রুব জুরেল শেষ টেস্টে দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন।

ধর্মশালা টেস্টে ভারতের প্রথম একাদশঃ
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, দেবদত্ত পাড়িক্কল, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন