Tripura: ভোটের পাশা খেলায় বোনকে বাজি ধরলেন ত্রিপুরার রাজা, বিরোধীপক্ষ সিপিআইএম

পৌরাণিক মহাভারতে লিখিত পাশা খেলায় পাণ্ডবপক্ষ বাজি ধরেছিল তাদের বধূ দ্রৌপদীকে। আধুনিক মহাভারতের পাশা খেলায় নিজের বোনকে বাজি ধরলেন ত্রিপুরার (Tripura)  রাজা প্রদ্যোত দেববর্মা। জানা…

tripura

পৌরাণিক মহাভারতে লিখিত পাশা খেলায় পাণ্ডবপক্ষ বাজি ধরেছিল তাদের বধূ দ্রৌপদীকে। আধুনিক মহাভারতের পাশা খেলায় নিজের বোনকে বাজি ধরলেন ত্রিপুরার (Tripura)  রাজা প্রদ্যোত দেববর্মা। জানা যাচ্ছে, এ রাজ্যের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির প্রার্থী হতে চলেছেন রাজা প্রদ্যোতের বোন রাজকুমারি প্রজ্ঞা। ত্রিপুরার রাজপরিবারের সদস্যরা উপজাতি তালিকাভুক্ত। এই প্রার্থীর পদ নিশ্চিত হতেই রাজ্য সরকারে থাকা বিজেপির মন্ত্রিসভায় সামিল হল বিরোধী দল তিপ্রা মথা।

চমকদার রাজনৈতিক মোড়ের অপেক্ষা শেষ। বিরোধী দলনেতাকে সরকারে ঢুকিয়ে নিল বিজেপি। এই পরিস্থিতিতে ত্রিপুরার প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে (CPIM) সিপিআইএম। বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরার রাজনীতিতে প্রবল চাঞ্চল্য।

   

জানা যাচ্ছে, আগামী দু-এক দিনের মধ্যে রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে সিপিআইএমের তরফে আবেদন করা হবে। রাজ্য সিপিআইএম সম্পাদক জীতেন্দ্র চৌধুরী হতে চলেছেন বিরোধী দলনেতা। গত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বিরোধী দলের তকমা হারিয়েছিল সিপিআইএম।

বৃহস্পতিবার ত্রিপুরায় বিজেপি জোট সরকারে  সামিল হল তিপ্রা মথা। বিরোধী দলনেতার পদ ছেড়ে অনিমেষ দেববর্মা উপমুখ্যমন্ত্রী হবেন বলেই জানা যাচ্ছে। রাজ্যপালের আমন্ত্রণে দরবার হলে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহার উপস্থিতিতে অনিমেষ দেববর্মা সরকারে সামিল হন। তিপ্রা মথা দলটির আরও এক বিধায়ক বৃষকেতু দেববর্মাও শপথ নেন। দুই বিধায়কই বিজেপি জোট সরকারে ঢুকলেন।  দুজনেই মন্ত্রী পদে শপথ নিলেন।

মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, দফতর বন্টনের বিষয়টি পরে ঘোষণা হবে। তিনি জানান,আমি ভোট প্রচারে পশ্চিমবঙ্গে যাচ্ছি। তিপ্রা মথার সুপ্রিমো রাজা প্রদ্যোত কিশোর দেববর্মণ জানান, প্রয়োজনে দলের দুই বিধায়ককে মন্ত্রীর পদ ছাড়ার নির্দেশ দেব।

গত বিধানসভা ভোটে ত্রিপুরায় উপজাতি দল তিপ্রা মথা বিরোধীদল হিসেবে উঠে এসেছিল। আর সিপিআইএম হারিয়েছিল বিরোধীদলের মর্যাদা। চমকদার রাজনৈতিক মোড় নিয়ে আবার বাম শিবির বিধানসভায় মূল বিরোধীদলের পথে। নির্বাচনের আগে সিপিআইএম ও কংগ্রেস জোট হয়।  উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে গত ২০১৮ সাল থেকে পরপর দুবার বিজেপির সরকার ধরে রেখেছে। তার আগে টানা ২৫ বছর ছিল বামফ্রন্ট শাসন।

tripura election 2023 counting updates

পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে বিজেপির কোনও সাংগঠনিক শক্তি নেই। তাই বিজেপির সাথে রাজা প্রদ্যোতের যে চুক্তি হয়েছে তাতে এই আসনটিতে নিজের বোনকে বাজি ধরেন রাজা প্রদ্যোত। বিজেপি রাজি হয় টিকিট দিতে। এরপরেই সরকারে যোগ দেন বিরোধী দলনেতা। পূর্ব ত্রিপুরায় মূল লড়াই হতে চলেছে বিজেপি ও সিপিআইএমের মধ্যে। আর পশ্চিম ত্রিপুরা কেন্দ্র উপজাতি এলাকার নয়। এখানে কংগ্রেস ও সিপিআইএমের জোট বনাম বিজেপির লড়াই হবে। এই কেন্দ্রটি নিয়ে চিন্তিত বিজেপি।