World Cup Qualifier: লড়াই করেও কাতারের কাছে হারল ভারত

শেষ রক্ষা হল না এবার। প্রথমদিকে ভালো শুরু করেও শেষ পর্যন্ত ছন্নছাড়া ফুটবল খেলে কাতারের কাছে ধরাশায়ী ভারত (FIFA World Cup Qualifier)। নির্ধারিত সময়ের শেষে…

India lost to Qatar

শেষ রক্ষা হল না এবার। প্রথমদিকে ভালো শুরু করেও শেষ পর্যন্ত ছন্নছাড়া ফুটবল খেলে কাতারের কাছে ধরাশায়ী ভারত (FIFA World Cup Qualifier)। নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ৩-০ গোল। কাতারের হয়ে গোল করেন যথাক্রমে মাশাল, আলি ও আব্দুরিসাগ। আজকের এই পরাজয়ের ফলে ভেঙে গেল রেকর্ড।

উল্লেখ্য, গত বছর থেকে নিজেদের দেশের মাঠে কোনো ম্যাচেই পরাজিত হয়নি ভারতীয় ফুটবল দল। তবে এবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে দিল কাতার ফুটবল দল। যা দেখে হতাশ সকলেই। আজকের এই পরাজয়ের ফলে, ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের গ্রুপে কিছুটা হলেও পিছিয়ে পড়ল ব্লু টাইগার্স। এবার পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে ছন্দে ফেরাই একমাত্র লক্ষ্য থাকবে ইগর স্টিমাচের ছেলেদের।

উল্লেখ্য, আজ ম্যাচের ঠিক চার মিনিটের মাথায় মাশেলের গোলে কাতার এগিয়ে গেলেও পরবর্তীতে যথেষ্ট সাবধানী হয়ে ওঠে ভারতীয় ফুটবল দল। যারফলে, একাধিকবার ভারতীয় রক্ষনভাগে বাঁধা প্রাপ্ত হয় প্রতিপক্ষ দলের ফুটবলারদের। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি ভারতীয় দল। তবে গোলের সহজ সুযোগ আসলেও তা হাতছাড়া হয় ব্লু টাইগার্সদের। তবে প্রথমার্ধে আর গোল করা সম্ভব হয়নি কারুর পক্ষে। যারফলে, ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে কাতার ফুটবল দল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভারতীয় দল আক্রমণে উঠে আসার চেষ্টা করলেও মিস পাসের বহর বদলে দেয় সমস্ত কিছু। তার জেরে বাড়তি অক্সিজেন পেয়ে যায় প্রতিপক্ষ দল।

সেইমতো ম্যাচের ঠিক ৪৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে উঠে আসে ব্যবধান বাড়িয়ে নেয় কাতার। তারপর নির্ধারিত নব্বই মিনিট শেষ হওয়ার কিছু সময় আগে আসে তৃতীয় গোল। ততক্ষণে একেবারে ছন্নছাড়া হয়ে গিয়েছে ভারতীয় দলের মাঝমাঠ। বলাবাহুল্য, অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে সামাদের মতো ফুটবলারদের সুযোগ নষ্টের পাশাপাশি গোলরক্ষক অমরিন্দর সিংয়ের ভুল সিদ্ধান্তের জেরে কার্যত মাথানত করতে হল ভারতীয় দলকে।