Mohammedan SC: ইনভেস্টর সমস্যা এবার কোন পথে? মুখ খুললেন মহামেডান ফুটবল সচিব

এবার বাঙ্কারহিলকে নিয়ে চরম বিতর্ক দেখা দেয় সাদা-কালোর (Mohammedan SC) অন্দরে। গত বছর ধরেই ক্লাব কর্তাদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে মতের অমিল দেখা দিচ্ছিল লগ্নিকারী সংস্থার কর্মীদের। তবে এবার সকলের সামনে চলে আসে সেই বিবাদ।

Mohammedan SC

গত কয়েক বছর ধরেই ক্লাব ও ইনভেস্টর সংঘাত নিয়ে সরগরম থেকেছে কলকাতা ময়দান। কোয়েস থেকে শুরু করে একটা সময় শ্রীসিমেন্ট কে নিয়ে ও উত্তপ্ত হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে বাধ্য হয়ে অবস্থা সামাল দিতে এগিয়ে আসতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। বর্তমানে ইমামিকে নিয়ে লাল-হলুদের সংসার শান্তিপূর্ণ থাকলেও এবার বাঙ্কারহিলকে নিয়ে চরম বিতর্ক দেখা দেয় সাদা-কালোর (Mohammedan SC) অন্দরে। গত বছর ধরেই ক্লাব কর্তাদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে মতের অমিল দেখা দিচ্ছিল লগ্নিকারী সংস্থার কর্মীদের। তবে এবার সকলের সামনে চলে আসে সেই বিবাদ।

বছর কয়েক আগে যখনএই লগ্নিকারী সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয় তখন পঞ্চাশ শতাংশ শেয়ার বাঙ্কারহিলের ও বাকি পঞ্চাশ শতাংশ ক্লাব কর্তাদের কাছে রাখার উল্লেখ করা হয় ক্লাবের তরফে। তাতেই রাজি হয় বাঙ্কারহিলের কর্মকর্তারা। তবে পরবর্তীতে দলের আইএসএল খেলার পাশাপাশি দলের উন্নতির মতো বিষয় গুলি কে উল্লেখ করে আর এক শতাংশ শেয়ার বৃদ্ধি করার কথা ইনভেস্টরের তরফে জানানো হলে, সেখানেই দেখা দেয় বিপত্তি। এখান থেকেই সমস্যার সূত্রপাত। শোনা যায়, ক্লাবের কতৃত্ব হারানোর সংশয়ের জেরেই নাকি লগ্নিকারী সংস্থার এমন দাবি মেনে নিতে পারছিলেন না সাবেক কর্তারা। যা দেখে অখুশি ছিলেন বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং। আলোচনা করে গোটা বিষয়টিকে মেটানোর পরিকল্পনা থাকলেও সময় যত এগোয় ততই তিক্ত থেকে তিক্ততর হয়ে ওঠে সমস্ত কিছু।

এই নিয়েই বাঙ্কারহিলের কর্তা দীপক কুমার সিং একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয় বলেন, তিনি এবং তার কোম্পানির সকলে মিলেই বহুদিন ধরে ক্লাবের কল্যাণ সাধনে কাজ করার চেষ্টা চালিয়ে গিয়েছে। তবে বারংবার নাকি ক্লাবের চরফ থেকে চরম অসহযোগিতা ও মতের অমিল তৈরি হয়েছে। যারফলে ক্রমশ বেড়েছে দূরত্ব। তাই এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বাঙ্কারহিল। তাই হয়ত এটাই শেষ বছর এই লগ্নিকারী সংস্থার। তবে এই মুহূর্তে রমজান ও পরবর্তীতে ঈদের মতো অনুষ্ঠান থাকায় এখনি কোনো কিছু ঘোষণা করা হচ্ছে না তাদের তরফে। ঈদ পরবর্তী সময়ে প্রেস কনফারেন্সে করে চুক্তি ভঙ্গের বিষয়ে জানানো হতে পারে।

এই প্রসঙ্গে মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলেন, এই নিয়ে আমরা ক্লাবের সকল কর্মকর্তারা মিলে বৈঠকে বসব। সেখান থেকেই সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হয়ত আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তবে আশা করা যায়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান আসতে পারে।