East Bengal: লাল-হলুদে প্রায় অনিশ্চিত লোবেরা, কে পাবেন দলের দায়িত্ব?

বর্তমানে লাল-হলুদের (East Bengal) নতুন কোচ নিয়ে ফের তৈরি হয়েছে ধোঁয়াশা। গত মাসের মাঝামাঝি সময় থেকেই সার্জিও লোবেরার (Sergio Lobera) নাম শোনা যেতে থাকলেও সময় যত এগিয়েছে ততই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

Sergio Lobera, Spanish football coach

বর্তমানে লাল-হলুদের (East Bengal) নতুন কোচ নিয়ে ফের তৈরি হয়েছে ধোঁয়াশা। গত মাসের মাঝামাঝি সময় থেকেই সার্জিও লোবেরার (Sergio Lobera) নাম শোনা যেতে থাকলেও সময় যত এগিয়েছে ততই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

উল্লেখ্য, গত মার্চ মাসে এজেন্টের তরফ থেকে জানা যায়, যে ইমামি ইস্টবেঙ্গলে আসতে আগ্ৰহী স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera)। সেইমতো নতুন করে স্বপ্ন দেখা শুরু করে আপামর ফুটবলপ্রেমী জনতা। তবে সময় এগোতেই তা ফের ধোঁয়াশার রূপ নেয়। সেইসাথে লাল-হলুদে আসার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হতে থাকে লোবেরার।

   

বলাবাহুল্য, গত মাসের শেষের দিকেই লোবেরার পাসপোর্টের কপি দেখে নিজেদের চুক্তি পত্র এই স্প্যানিশ কোচের কাছে পাঠায় ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে সমস্যা দেখা দেয় লোবেরার বর্তমান দল সিচুয়ান এফসি নিয়ে। বর্তমানে চিনের এই প্রথম ডিভিশন ক্লাবের ই দায়িত্বে রয়েছেন সার্জিও লোবেরা। তবে আগামী মরশুমে সেখানে থাকতে রাজি নন তিনি। সেই সুযোগ কে কাজে লাগিয়েই এই আইএসএল জয়ী কোচকে দলে আনতে আসরে নেমে পড়ে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তার এজেন্টের সাথে ও কথাবার্তা এগিয়ে গিয়েছে অনেকদূর। তবে চিনের ক্লাব থেকে এখনো এনওসি না মেলায় কোনো কিছুই চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না ক্লাবের তরফ থেকে।

এবার শোনা যাচ্ছে, লোবেরার এনওসির জন্য আর মাত্র কিছুদিন অপেক্ষা করবে ইমামি ইস্টবেঙ্গল। তারপরেও কোনো সমাধান সূত্র না আসলে অন্য অপশন বেছে নেবে ক্লাব কতৃপক্ষ। সেক্ষেত্রে দৌড়ে এগিয়ে থাকতে পারেন এটিকে মোহনবাগান দলের প্রাক্তন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস ও কার্লোস কুয়াদ্রাত।

বর্তমানে হাবাস কোনো ক্লাবের সাথে যুক্ত না থাকলেও কুয়াদ্রাত রয়েছেন ডেনমার্কে। তাদের মধ্যে থেকেই কি কেউ দায়িত্ব পাবেন লাল-হলুদের? সময় যত এগোচ্ছে ততই জোড়াল হচ্ছে সেই সম্ভাবনা। অন্যদিকে বহুদিন সিটি গ্রুপের সাথে কাজ করার সুবাদে সিচুয়ান ছেড়ে উরুগুয়ের পথে পা বাড়াতে পারেন লোবেরা।