East Bengal: বড় ম্যাচের আগে লাল হলুদ শিবিরের বড় ব্যবধানে পরাজয়ের গ্লানি

রাত পোহালে বড় ম্যাচ। ২৪ ঘন্টাও আর বাকি নেই। তার আগে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে পরাজয়ের গ্লানি। বড় ব্যবধানে হারল ইস্টবেঙ্গল। সুপার কাপে অপরাজিত ইস্টবেঙ্গল।…

East Bengal Women's Team

রাত পোহালে বড় ম্যাচ। ২৪ ঘন্টাও আর বাকি নেই। তার আগে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে পরাজয়ের গ্লানি। বড় ব্যবধানে হারল ইস্টবেঙ্গল।
সুপার কাপে অপরাজিত ইস্টবেঙ্গল। রয়েছে গ্রুপ শীর্ষে। আগামীকাল মোহন বাগান সুপার জায়ান্টকে হারালে পারলেই পরের রাউন্ডে। বড় ম্যাচের উত্তাপে টগবগ করে উত্তেজনায় ফুটছেন সমর্থকরা। জানুয়ারির শীতকালে অপ্রত্যাশিত বৃষ্টির মতো ইস্টবেঙ্গলের অপ্রত্যাশিত পরাজয়। তাও দুই এক গোলে নয়, ১-৪ ব্যবধানে।

আজ উইমেন্স প্রিমিয়ার লীগে ছিল ইস্টবেঙ্গল ক্লাবের ম্যাচ। প্রতিপক্ষ ছিল ওড়িশা এফসির মহিলা দল। ম্যাচের শুরু থেকে দাপট বজায় রেখেছিল ওড়িশা। ইস্টবেঙ্গলের ফুটবলাররা ভালো ফুটবল খেলে গোল করার চেষ্টা করেছিলেন সাধ্যমত। তবে তা যথেষ্ট ছিল না। বিরতির আগেই পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। তিন গোলে এগিয়ে গিয়েছিল প্রতিপক্ষ একাদশ। ম্যাচ শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যে লিড নিয়েছিল ওড়িশা এফসি। বিরতির আগে বাকি গোল দুটো ২২ ও ২৬ মিনিটে। ইস্টবেঙ্গল ৬৫ মিনিটে একটি গোল পরিশোধ করেছিল। গোল করেছিলেন লাল হলুদের শিবানী। খেলা শেষ হওয়ার ঠিক আগে ওড়িশার আরও একটা গোল। ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলার ফল ১-৪।

   

ইন্ডিয়ান উইমেন্স লীগ পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ওড়িশা এফসি। ইস্টবেঙ্গল অনেক পিছনে। ওড়িশার প্রাপ্ত পয়েন্ট ১৫। ইস্টবেঙ্গল পেয়েছে ৩ পয়েন্ট।